রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শীতের বন্ধু ফ্লাস্ক, জানুন পরিষ্কারের উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পিএম

শেয়ার করুন:

শীতের বন্ধু ফ্লাস্ক, জানুন পরিষ্কারের উপায়

শীতকাল এলেই ঘন ঘন চা-কফি খাওয়া হয়। কেউ কেউ গরম পানিও পান করেন। কিন্তু বারবার চা-কফি বানানো বা পানি গরম করা বিরক্তিকর। এক্ষেত্রে বন্ধুর ভূমিকা রাখে ফ্লাক্স। এই বিশেষ পাত্রে বেশ অনেকক্ষণ চা, পানি গরম থাকে। 

কিন্তু ফ্লাক্স পরিষ্কার করার উপায় জানেন না অনেকে। কীভাবে ফ্লাক্স পরিষ্কার করবেন জানুন তার উপায়- 


বিজ্ঞাপন


1-19

বেকিং সোডা

ফ্লাস্কের ভেতর এক টেবিল চামচ বেকিং সোডা ঢেলে দিন। তারপর অর্ধেক পানি ভরে ঝাঁকিয়ে নিন। ওভাবেই বোতলটা মিনিট পনেরো রেখে দিন। তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এতে ফ্লাস্কের ভেতর জমে থাকা ময়লা ও দুর্গন্ধ একেবারে পরিষ্কার হয়ে যাবে।

লিকুইড সাবান 

থালা-বাসন মাজার তরল সাবান দিয়েও ফ্লাস্ক পরিষ্কার করা যায়। গরম পানির সঙ্গে লিকুইড সাবান মিশিয়ে নিন। মিশ্রণটা বোতলে ঢেলে ঘণ্টা দুয়েক রেখে দিন। এরপর লম্বা ব্রাশ দিয়ে বোতলের ভেতরটা ঘষে নিন। শেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

a-red-travel-mug-dismantled-for-cleaning-next-to-a-kitchen-sink-filled-with-soapy-water.

লেবু

দিনের পর দিন ফ্লাস্কে চা সংরক্ষণ করলে দুর্গন্ধ সৃষ্টি হয়। ভেতরে সাদা ছোপ পড়ে যায়। এই সমস্যা দূর করতে লেবুর সাহায্য নিতে পারেন। গরম পানি ও লিকুইড সাবানের সঙ্গে কয়েক টুকরো লেবুও বোতলে ভরে রাখুন। এরপর ওই লেবু দিয়েই বোতল পরিষ্কার করে নিন। এতে ফ্লাস্কের গন্ধ দূর হবে সহজেই। 

ভিনেগার

ভিনেগার আর বেকিং সোডা দিয়েও ফ্লাস্ক পরিষ্কার করা যায়। ১ কাপ ভিনেগারের সঙ্গে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। মিশ্রণটি বোতলে ভরে রাখুন মিনিট পনেরো। তারপরে গরম পানি ও সাবান দিয়ে পরিষ্কার করে নিন। ঝকঝক করবে ফ্লাস্ক।

এনএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর