শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হেমন্তের যে রূপ ছড়াচ্ছে মুগ্ধতা! (ফটো ফিচার) 

নিশীতা মিতু
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

হেমন্তের যে রূপ ছড়াচ্ছে মুগ্ধতা! (ফটো ফিচার) 

শীত এখনও সবাইকে কাবু করতে পারেনি। প্রকৃতির দিনক্ষণ জানাচ্ছে এখন চলছে হেমন্তকাল। কৃষকের অন্যতম প্রিয় ঋতু এটি। কারণ ফসল ঘরে তোলার উপযুক্ত সময় হেমন্ত। কেবল কৃষকের মুখে হাসি ফোটায় না, এই ঋতুটি শীতেরও আগাম বার্তা নিয়ে আসে। 

শহরাঞ্চলে হেমন্তের আমেজ খুব একটা পাওয়া না গেলেও গ্রামে নিজের রূপ পুরোটাই মেলে ধরে সে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার একটি গ্রাম চান্দপুর। সেখানকার হেমন্তের রূপ ক্যামেরায় তুলে ধরেছে লিটন লিটু। চলুন তার তোলা ছবিগুলোতে চোখ বোলাই আমরাও- 


বিজ্ঞাপন


pic2

ছবি ১: এই দৃশ্যটি কৃষকের খুব পছন্দের। ধানের শরীরে সোনালি রঙ ধরা মানে কদিন পরেই ফসল ঘরে তোলা যাবে। এই ধান থেকে পাওয়া চাল দিয়েই তৈরি হবে পিঠাপুলি। 

pic3

ছবি ২: সোনালি ধানে ভরে গেছে ক্ষেত। এখন তা কাটার পালা 


বিজ্ঞাপন


pic4

ছবি ৩: ধান কাটা শেষ হলেও দায়িত্ব শেষ হয় না। সেই ধান, খড় নিতে হয় নির্দিষ্ট স্থানে। একজন বৃদ্ধ কৃষক সেই দায়িত্বই পালন করছেন 

pic5

ছবি ৪: গ্রাম বাংলার হেমন্তের চিরচেনা দৃশ্য এটি। ধান কাটতে ব্যস্ত দুই কৃষক

pic6

ছবি ৫: এই ছবি দেখলে যে কারোর মন ভালো বাধ্য। বাংলা মা তার রূপ মেলে উদার হস্তে যেন দাঁড়িয়ে আছে এক রাশ মুগ্ধতা নিয়ে 

pic7

ছবি ৬: হেমন্তে কচি লাউয়ের ডগা বাতাসে নেচে জানায় শীতের আগাম বার্তা 

pic8

ছবি ৭: সরিষা ফুল শীতকালে সবচেয়ে বেশি দেখা গেলেও হেমন্তেও তার সরব উপস্থিতি মেলে। ছবিটি তারই প্রমাণ 

pic9

ছবি ৮: ঘাসের ডগায় শিশির জমে আলোকিত হয় ভোরে। শীতের বার্তা দেয় এমনই দৃশ্য

pic10

ছবি ৯: হেমন্তের শেষে এসে মাথাচাড়া দিয়ে ওঠে শীতের সবজিও। সিলেটের আঞ্চলিক ‘লাই শাক’ বা রাই সরিষার গাছ দেখা যাচ্ছে ছবিতে

pic11

ছবি ১০: এক ছবিতেই পুরো হেমন্ত। বাংলা মায়ের অপরূপ প্রকৃতি যেখানে হয়েছে ফ্রেমবন্দি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর