শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাতের আঙুল ফুলে গেছে? হতে পারে এসব রোগের ইঙ্গিত 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

হাতের আঙুল ফুলে গেছে? হতে পারে এসব রোগের ইঙ্গিত 

হাতের আঙুল ফোলার সমস্যা যেকোনো বয়সেই হতে পারে। সাধারণত পুড়ে গেলে বা চোট পেলে আঘাতের কারণে আঙুল ফুলে যেতে পারে। এছাড়াও একাধিক কারণে এমনটা হতে পারে। মাঝেমধ্যে আঙুল ফুলে যাওয়া বেশ কিছু স্বাস্থ্য জটিলতার ইঙ্গিত দেয়-  

হরমোন বা কিডনির সমস্যা 

কখনো কখনো আঙুলে ফ্লুইড জমার কারণে তা ফুলে যেতে পারে। এই পরিস্থিতিকে এডেমা বলা হয়। ডায়েটে অতিরিক্ত লবণ রাখলে, পানিশূন্যতা দেখা দিলে আঙুলে পানি জমতে পারে। অনেকসময় দেহে হরমোনের তারতম্য হলে আঙুল ফুলে যায়। এটি কিডনি সমস্যারও ইঙ্গিত হতে পারে। পর্যাপ্ত পানি পান করার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। 

fingers1

আর্থ্রাইটিস 

অনেকসময় আর্থ্রাইটিসের কারণে আঙুল ফুলে যেতে পারে। এমনকি আঙুল বেঁকেও যেতে পারে। সকালে ঘুম থেকে উঠে যদি আঙুল অসাড় মনে হয় তাহলে সতর্ক হোন। এক্ষেত্রে হাতে গরম সেঁক দেওয়া যেতে পারে। ব্যথা অসহনীয় হলে চিকিৎসকের পরামর্শ নিন। 


বিজ্ঞাপন


ইউরিক অ্যাসিড 

দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে বাত হতে পারে। আর বাতের কারণেও হাতের আঙুল ফুলে যেতে পারে। তাই হাতের আঙুলে ঘন ঘন ব্যথা হলে কিংবা আঙুল লাল হয়ে গেলে সতর্ক হওয়া উচিত।

fingers2

নখের সংক্রমণ 

অনেকসময় নখে কোনো সংক্রমণ বা আঙুলে ক্ষত হলে তা থেকেও এই ফোলা ভাব তৈরি হতে পারে। আবার কয়েকটি বিশেষ ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেও হাতের আঙুল ফুলে যেতে পারে। চোট আঘাতের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেতে হবে। চোটের অংশটি যেন পরিচ্ছন্ন থাকে, সে বিষয়ে খেয়াল রাখা উচিত।

অ্যালার্জি 

কোনো অ্যালার্জির কারণেও আঙুল ফুলতে পারে। এক্ষেত্রে আঙুলে চুলকানি হতে পারে। এধরনের অ্যালার্জি অনেকসময় ত্বকের গভীরে এবং দেহের ওপরের অংশেও ছড়িয়ে পড়ে। ফলে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে। এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। 

fingers3

আঙুল ফুলে যাওয়ার সমস্যাটি মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয়। সময়মতো ব্যবস্থা না নেওয়া হলে এটি মারাত্মক সমস্যার কারণ হতে পারে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর