সম্পর্ক কতটা মজবুত হবে তা নির্ভর করে পারস্পরিক বোঝাপড়ার ওপর। অনেকে সম্পর্ক বলতে কেবল ভালোবাসা বোঝেন। হ্যাঁ, একটি সম্পর্কে ভালোবাসা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এর বাইরেও কিছু বিষয় থাকে।
নারীরা মনের কথা আড়ালে রাখতেই ভালোবাসেন। তারা মনের গহীনে এমন কিছু কথা লুকিয়ে রাখেন যার খোঁজ সহজে মেলে না। এজন্যই হয়তো বলে, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। তাই বলে যে নারীদের কোনো প্রত্যাশা নেই, এমনটা নয়। কাছের মানুষের কাছ থেকে সবারই কিছু প্রত্যাশা থাকে।
বিজ্ঞাপন

পুরুষ সঙ্গী কাছে ভালোবাসা ছাড়া আর কী আশা করেন নারীরা? চলুন জেনে নেওয়া যাক-
সম্মান
সঙ্গীর কাছ থেকে প্রাপ্য সম্মান চান সবাই ই। আত্মনির্ভরশীল, স্বাধীনচেতা হলেও কিছু কিছু বিষয়ে সঙ্গীর ওপরই নির্ভর করতে চান অনেকে। এই নির্ভরতা বলতে যে সবসময় আর্থিক দিক বোঝানো হয় তেমনটা নয়। মানসিক নির্ভরতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দামী উপহারের চেয়েও অনেকসময় মতের সম্মান দেওয়ার ব্যাপারটি দামী হয়ে ওঠে। অর্থের চেয়ে বেশি গুরুত্ব পায় মর্যাদা। তাই সঙ্গী সম্মান করুন।
বিজ্ঞাপন

সময়
ব্যস্ততা জীবনেরই অংশ। তবে প্রিয়জনের জন্য সেই ব্যস্ত জীবনের থেকেই সময় বের করতে হবে। সম্পর্কে উদযাপন করতে ভুলে যাবেন না। নয়তো একঘেয়ামি চলে আসবে। রোজকার ব্যস্ততার ফাঁকে সঙ্গীকে কিছুটা সময় দেওয়া জরুরি। একে অন্যের সঙ্গে নিরিবিলি সময় কাটান, দুজন দুজনের কথা শুনুন। এতে নিজের মধ্যে বোঝাপড়াও বাড়ে। নারীরা পুরুষ সঙ্গীর কাছ থেকে সবসময় কিছুটা সুন্দর সময় আশা করে।
আরও পড়ুন-
বন্ধুত্ব
নারীরা সবসময় সঙ্গীকে বন্ধু হিসেবে কামনা করেন। এমন বন্ধু যাকে নির্দ্বিধায় সব কথা বলা যায়। সম্পর্কে বিশ্বাস, ভরসা আর স্বচ্ছতা থাকবে এমনটাই আশা করেন নারীরা। তাই সঙ্গীর বন্ধু হতে চেষ্টা করুন। এতে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে।
এনএম

