রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বর্ষায় এসি চালানোর ক্ষেত্রে এসব ভুল করছেন না তো? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

ac

বর্ষায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পায়। তাই বলে এসির ব্যবহার কিন্তু বন্ধ হয়নি। আরাম পেতে এখনও অফিস-আদালত আর বাসা-বাড়িতে চালানো হচ্ছে এসি। 

বর্ষাকালে আর্দ্রতা বৃদ্ধি পেলেও অনেকেই ঘর ঠান্ডা করার জন্য এসি ব্যবহার করে থাকেন। তবে এসময় এসি ব্যবহার করতে গিয়ে অনেকেই কিছু সাধারণ ভুল করে বসেন। ফলে বেড়ে যায় খরচ। এমন কিছু ভুল সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক- 


বিজ্ঞাপন


ac1

এসির ফিল্টার পরিষ্কার করতে হবে: 

বর্ষার মরশুমে এসির ভেতরের আর্দ্রতা ফিল্টার এবং ডাক্টের মধ্যে জমা হতে থাকে। এই অংশটি ঠিকমতো পরিষ্কার করা না হলে সেখানে ছত্রাক বা ফাঙ্গাস জন্মাতে শুরু করে। এই কারণে এসি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। এমন পরিস্থিতিতে প্রতি দুই সপ্তাহ অন্তর একবার করে এসির ফিল্টার পরিষ্কার করুন। 

স্ট্যাবিলাইজার ব্যবহার করুন: 

বর্ষার মরশুমে বিদ্যুৎ বিভ্রাট এবং ভোল্টেজের ওঠা-নামা একটি সাধারণ বিষয়। এসির সঙ্গে ভোল্টেজ স্ট্যাবিলাইজার বা সার্জ প্রোটেক্টর ইনস্টল করা না থাকলে হঠাৎ ভোল্টেজ আপ-ডাউনের কারণে এসির ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। এমন পরিস্থিতিতে এসি নিরাপদ রাখতে স্ট্যাবিলাইজার ব্যবহার করা আবশ্যক।

ac2

এসির বাইরের ইউনিটে মরিচা পড়ার ঝুঁকি: 

স্প্লিট এসিতে একটি আউটডোর ইউনিট থাকে। আর বাইরের দিকের ইউনিটটি সাধারণত বাইরে বা খোলা জায়গায় ইনস্টল করা থাকে। যার জেরে বৃষ্টির পানি পড়ে বাইরের ইউনিটটিতে মরিচা পড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে এসির আউটডোর ইউনিটের অংশগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। এ বিষয়ে খেয়াল রাখুন। 

বর্ষাকালে এসির তাপমাত্রা কত রাখা উচিত? 

বর্ষার দিনে এসি চালালে তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। কেবল এসি না চালিয়ে এসময় ফ্যানও চালানো উচিত। এতে ঘরের মধ্যে ঠান্ডা বাতাস ভালোভাবে ছড়িয়ে পড়বে এবং আরামদায়ক ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর