শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লইয়ার, অ্যাডভোকেট ও ব্যারিস্টারের মধ্যে পার্থক্য কী?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

লইয়ার, অ্যাডভোকেট ও ব্যারিস্টারের মধ্যে পার্থক্য কী?

লইয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার— আইন পেশা সম্পর্কিত তিনটি শব্দ। অনেকে ভাবেন সবগুলোর অর্থ একই। আবার অনেকের মনে প্রশ্ন জাগে, এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? থাকলেও সেটি কী? 

এই তিনটি শব্দ একে অপরের পরিপূরক হিসেবে ব্যবহৃত হলেও, এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এই প্রতিটি শব্দেরই আলাদা অর্থ রয়েছে। এদের মধ্যে পার্থক্য কী, কাজই বা কার কী, চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


lawyer1

১. Lawyer (আইনজীবী): 

লইয়ার (Lawyer) একটি সাধারণ শব্দ, যা বলতে এমন কাউকে বোঝায় যিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন বা আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। কেউ যদি আইন নিয়ে পড়ে থাকেন এবং আইন সংক্রান্ত জ্ঞান অর্জন করেন, তবে তিনি একজন লইয়ার। 

তবে এই শব্দটি এককভাবে ব্যবহার করলে এমনটা বোঝায় না যে, সেই ব্যক্তি আদালতে মামলা পরিচালনা করেন বা বিচার প্রক্রিয়ায় অংশ নেন। অনেক লইয়ার কেবল পরামর্শদাতা হিসেবেও কাজ করেন। নিয়মিত আদালতে যান না।


বিজ্ঞাপন


সহজভাবে বলা যায়, লইয়ার বলতে একজন ব্যক্তিকে বোঝায় যিনি আইন সম্পর্কিত বিষয়ে জ্ঞান রাখেন এবং সেই জ্ঞান ব্যবহার করে আইনি পরামর্শ দেন। পাশাপাশি আদালতে আইনি কার্যক্রম পরিচালনা করতে পারেন। 

advocate

২. Advocate (অ্যাডভোকেট): 

একজন অ্যাডভোকেট হলেন সেই আইনজীবী যিনি আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পাশাপাশি বার কাউন্সিলে নাম নিবন্ধন করে আদালতে সুনির্দিষ্টভাবে মামলা পরিচালনার অধিকার পান। কাউকে অ্যাডভোকেট বলা হয় তখনই, যখন তিনি আইন অনুযায়ী বিচারব্যবস্থায় সরাসরি অংশগ্রহণ করতে পারেন।

এবার কথা হলো লইয়ার আর অ্যাডভোকেটের মধ্যে পার্থক্য কী। সহজভাবে বলা যায়, সব অ্যাডভোকেট হয়তো লইয়ার, কিন্তু সব লইয়ার অ্যাডভোকেট নন। 

একজন ব্যক্তি আইন নিয়ে পড়ে লইয়ার হলেও, যদি তিনি বার কাউন্সিলে রেজিস্টার না করেন, তাহলে তিনি অ্যাডভোকেট হতে পারবেন না।

barister

৩. Barrister (ব্যারিস্টার): 

ব্যারিস্টার শব্দটি মূলত ব্রিটিশ আইনি ব্যবস্থার অংশ। কেউ যদি যুক্তরাজ্যে গিয়ে বিশেষত ইংল্যান্ড ও ওয়েলসের ইনস অব কোর্ট (Inns of Court) থেকে ‘ব্যারিস্টার অ্যাট ল’ কোর্স সম্পন্ন করেন, তখন তিনি ব্যারিস্টার হন। 

এটি মূলত একটি সম্মানসূচক ও পেশাগত উপাধি, যার অর্থ তিনি আদালতে উচ্চ পর্যায়ে মামলা লড়ার জন্য প্রশিক্ষিত।

আমাদের দেশে ব্যারিস্টার শব্দটি ব্যবহার হয় সেসব আইনজীবীদের জন্য যারা বিদেশ থেকে আইনের উচ্চতর শিক্ষা নিয়ে ফিরে এসে বার কাউন্সিলে যোগ দেন। অভিজাত ও অভিজ্ঞ আইনজীবীদের বোঝাতেও এই শব্দ ব্যবহার করা হয়। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর