সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চোখে কাজল রেখেই ঘুমিয়ে পড়েন? জানুন কী বিপদ ঘটতে পারে!

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

চোখে কাজল রেখেই ঘুমিয়ে পড়েন? জানুন কী বিপদ ঘটতে পারে!

সাজগোজ কম-বেশি যাই করেন না কেন প্রায় সব নারীই কাজল দিয়ে দু’চোখ রাঙাতে ভালোবাসেন। চোখে একটু কাজল আর ঠোঁটে লিপস্টিক- সাজগোজের জন্য এতটুকুই যথেষ্ট। তবে বাড়ি ফেরার পর অনেকেই এতো ক্লান্ত হয়ে পড়েন যে ফেসওয়াশ ছাড়া আলাদা করে ত্বকের পরিচর্যা নেওয়ার সময় মেলে না। ফলে চোখের কাজল চোখেই থেকে যায়। 

আসলে শুধু ফেসওয়াশ দিয়ে কাজল সম্পূর্ণ ওঠে না। ক্লিনজার দিয়ে এটি তুলতে হয়। কাজল চোখে রেখে ঘুমিয়ে পড়লে কী কী সমস্যা হয়। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত- 


বিজ্ঞাপন


eye2

চোখ জ্বালা:

একটানা অনেকক্ষণ কাজল পরে থাকলে চোখ জ্বালা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ চুলকানোর মতো সমস্যা দেখা দিতে পারে। কেননা বেশিরভাগ বাজারচলতি কাজলে মেশানো থাকে নানা রাসায়নিক। আর এই রাসায়নিক মিশ্রিত কাজল চোখে ঢুকে গেলে নানা সমস্যা দেখা দিতে পারে। 

চোখ থেকে পানি ঝরা:

মোবাইল, ল্যাপটপের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখ থেকে অনেকেরই পানি ঝরে। একই সমস্যা হতে পারে কাজল পরে থাকলেও। কাজল দিলে চোখ থেকে পানি ঝরতে পারে। তাই বেশিক্ষণ চোখে কাজল না রাখাই ভালো। 

eye3

সংক্রমণ: 

দীর্ঘক্ষণ কাজল দিয়ে রাখলে কিংবা মেয়াদ উত্তীর্ণ কাজল ব্যবহার করলে চোখে সমস্যা দেখা দিতে পারে। অনেকসময় পেন্সিল কাজল ব্যবহার করলে কিংবা জেল কাজল ব্যবহারের ব্রাশ পুরনো হয়ে গেলেও চোখে সংক্রমণ দেখা দিতে পারে। হতে পারে কনজাংটিভাইটিসও। 

চোখের পাতা ঝরা: 

ঘন আঁখিপল্লব কে না ভালোবাসে? মাসকারা ব্যবহার করে আঁখি পল্লবের ঘনত্ব আরও বাড়িয়ে তোলা যায়। এছাড়া রাসায়নিক দেওয়া কাজল কিন্তু নষ্ট করতে পারে চোখের পাতা। মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে যেমন চুল ঝরে পড়ে, তেমনই ঝরে পড়তে পারে চোখের পাতাও। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর