ফ্যাশনে ইন থাকতে অনেকেই স্লিভলেস পোশাক পরে থাকেন। অফ শোল্ডার, ট্যাঙ্ক টপ হাতার পোশাকগুলো পরলে যেকোনো মানুষকেই আকর্ষণীয় লাগে। কিন্তু বগলে যদি কালো দাগ থাকে তাহলে এই সৌন্দর্য পুরোই নষ্ট হয়ে যায়।
বগলে কালচে দাগ থাকলে অনেকেই খোলামেলা পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এটি কমিয়ে দেয় আত্মবিশ্বাসও। এই সমস্যা দূর করতে লেজার ট্রিটমেন্ট করার দরকার নেই। ঘরোয়া কিছু উপাদান দিয়ে বগলের কালো দাগ দূর করা যায়। চলুন জেনে নিই বিস্তারিত-
বিজ্ঞাপন
আলু
বগলের কালো ছোপ দূর করতে কাজে লাগাতে পারে আলু। এজন্য গোল গোল করে আলু কেটে নিন। দুই টুকরো আলু নিয়ে আন্ডারআর্মসে মিনিটে দশেক ঘষে নিন। এরপর ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার এই টোটকা কাজে লাগালেই বগলের কালো দাগ দূর হবে। দাগছোপ ও দুর্গন্ধ পরিষ্কার করতে দারুণ সাহায্য করে আলু।
পাতিলেবু
বিজ্ঞাপন
বগলের কালো ছোপ দূর করতে ব্যবহার করতে পারেন পাতিলেবু। দুই টুকরো লেবু নিয়ে সরাসরি বগলে ঘষে নিন। ১০ মিনিট ঘষলেই এতে থাকা ডেড সেল বা মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে। একইসঙ্গে দূর হবে কালচে দাগ।
এছাড়া বগলের কালো দাগ দূর করতে লেবুর সঙ্গে টক দই, হলুদ ব্যবহার করতে পারেন। এজন্য টক দইয়ের সঙ্গে হলুদ ও লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি ১০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন। এই টোটকায় দুর্দান্ত ফল মিলবে।
মুলতানি মাটি
বগল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মুলতানি মাটির সাহায্য নিন। ২ চামচ মুলতানি মাটির সঙ্গে পাতিলেবুর রস আর গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই প্যাকটি বগলে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন। এই টোটকা ব্যবহারে বগল পরিষ্কার হবে, ত্বক হবে মসৃণ।
এনএম