সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুন্দরা ডটকমে ঈদুল আজহা অফার ২০২৫: প্রসাধনী ও খেলনায় ৫০% ছাড়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৫, ০৮:৪৭ এএম

শেয়ার করুন:

sundora

নির্দিষ্ট পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় নিয়ে শুরু হয়ে গেছে সুন্দরার ঈদুল আজহা সেল। এই অফার উপভোগ করা যাবে সুন্দরা বিউটি এবং সুন্দরা টয় প্রডাক্টের ওপর।

সীমিত সময়ের অফারটি পাবেন ২০ মে থেকে ঈদ পর্যন্ত। এই সেলে অত্যন্ত আকর্ষণীয় দামে পাচ্ছেন প্রিমিয়াম পারফিউম, স্কিন কেয়ার, মেকআপ,  সেন্টেড ক্যান্ডেল এবং খেলনা । 


বিজ্ঞাপন


WhatsApp_Image_2025-05-22_at_4.23.48_PM

অফারটি অনলাইনে সুন্দরার ওয়েবসাইট(sundora.com.bd) এবং সকল সুন্দরা বিউটি ও সুন্দরা টয়েসের বনানী, গুলশান এবং ধানমন্ডি আউটলেটে পাওয়া যাবে।

ঈদের আনন্দ বহুগুণে বাড়িয়ে তুলতে সুন্দরার আকর্ষণীয় অফারে নিজের অথবা প্রিয়জনের জন্যে কিনুন প্রিমিয়াম কোয়ালিটির সেরা উপহার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর