সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একজন পুরুষের যেসব লক্ষণে বুঝবেন তিনি আপনার প্রেমে পড়েছেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

একজন পুরুষের যেসব লক্ষণে বুঝবেন তিনি আপনার প্রেমে পড়েছেন

অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। বিশেষ করে কেউ যখন কাউকে পছন্দ করে বা ভালোবাসে তখন তার চোখ-মুখ, আচার-ব্যবহার, কথা বলা সবকিছুই যেন তা প্রকাশ করে। অনেকসময় ভালোবাসার কথা ভয়ে, সংকোচে কেউ কেউ মুখে আনেন না। কিন্তু তার ‘শরীরী ভাষা’ বা Body Language দেখে ঠিকই বোঝা যায় তিনি প্রেমে পড়েছেন। 

একজন পুরুষের কিছু লক্ষণ দেখে একজন নারী সহজেই বুঝতে পারেন যে তিনি তার প্রেমে পড়েছেন। চলুন এই লক্ষণগুলো সম্পর্কে জেনে নিই- 


বিজ্ঞাপন


relation1

দৃষ্টিতে বিশেষ মনোযোগ

প্রেম বা আকর্ষণের প্রথম ধাপ হলো চোখের ভাষা। একজন পুরুষ যখন একজন নারীর প্রতি আন্তরিক অনুভূতি পোষণ করেন তখন তার দৃষ্টি হয়ে যায় কোমল, মায়াভরা, গভীর। পুরুষটি এমনভাবে তাকাবেন যেন মেয়েটিকে মনের গভীর থেকে উপলব্ধি করতে চাইছে। কখনো কখনো তিনি লাজুকভাবে চোখ সরিয়ে নেবেন। এটিও আকর্ষণের চিহ্ন। 

কিন্তু যদি তার দৃষ্টি হয় মাত্রাতিরিক্ত অনুসন্ধানী বা শরীরের নির্দিষ্ট অংশের প্রতি অতিরিক্ত মনোযোগী, তাহলে বুঝতে হবে এটি ভালোবাসা নয় বরং কামনা বা দৈহিক আকর্ষণ। 


বিজ্ঞাপন


relation2

কথাবার্তায় আন্তরিকতা

একজন পুরুষ যখন একজন নারীর প্রেমে পড়েন তখন তিনি তার কথা মন দিয়ে শোনেন। প্রেমে পড়লে পুরুষটি নারীর প্রতি সম্মান দেখাবে, তার খুশিতে হাসবে। তুচ্ছ কোনো বিষয়ে কথা বললেও যদি কেউ আপনার কথা পুরো মনোযোগ দিয়ে শোনেন, আপনাকে উৎসাহ দেন তাহলে বুঝবেন আপনার প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। 

আচরণে অতিরিক্ত সতর্কতা বা নার্ভাসনেস

পছন্দের মানুষের কাছাকাছি আসলে পুরুষ নিজের অজান্তে নার্ভাস হয়ে পড়েন। তার হাতের নড়াচড়া বেড়ে যায়, কথা বলতে গিয়ে গলাও কাঁপতে পারে, ছোট ছোট কারণে অদ্ভুতভাবে হেসে ফেলেন। এসব সতর্কতা বা নার্ভাসনেস সত্যিকারের অনুভূতির বহিঃপ্রকাশ। 

relation3

সামান্য অজুহাতেও সাহায্য করতে চাওয়া

একজন পুরুষ যখন কোনো নারীর প্রেমে পড়েন তখন তিনি বিনা কারণেও তার সাহায্য করতে চান। কোনো বই ধরতে হবে, কোনো দরকারি জিনিস আনতে হবে, কোথাও যেতে সঙ্গী হতে হবে— এমন ছোটোখাটো কাজেও পুরুষ তার উপস্থিতি জানান দেয়। একজন নারী এটা বোঝেন যে যখন একজন পুরুষ বিনা স্বার্থে তার পাশে দাঁড়ায়, এর অর্থ হলো তার মনে সেই নারীর জন্য বিশেষ অনুভূতি রয়েছে। 

শরীরী ভাষায় (Body Language) সহজ স্বাচ্ছন্দ্য

ভালোবাসার মানুষের সামনে থাকলে পুরুষের শরীরী ভাষা বেশি স্বাভাবিক থাকে। তিনি সবসময় পছন্দের নারীর কাছাকাছি থাকার চেষ্টা করবেন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর