সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই ৪ কাজ করতে মেয়েদের থেকে বেশি ভয় পান ছেলেরা 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

এই ৪ কাজ করতে মেয়েদের থেকে বেশি ভয় পান ছেলেরা 

মেয়েদের তুলনায় ছেলেদের একটু বেশি সাহসী বলা হয়। আবার আত্মবিশ্বাসের প্রসঙ্গ আসলেও কেউ কেউ বলেন, ছেলেরাই এগিয়ে। তবে এই কথা পুরোপুরি সত্য নয়। কিছু ব্যাপার আছে যা করতে রীতিমত ঘাম ছুটে যায় ছেলেদের। 

কোন কাজগুলো করতে মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ভয় পায়? চলুন জেনে নেওয়া যাক- 


বিজ্ঞাপন


propose

প্রপোজ করা

ভালোলাগাকে ভালোবাসায় রূপ দিতে চাইলে প্রপোজের বিকল্প নেই। কিন্তু পছন্দের মেয়েকে ভালোবাসার কথা বলতে গেলেই লজ্জায় পড়ে যান বেশিরভাগ ছেলে। প্রপোজ করতে গেলে রীতিমত অবস্থা খারাপ হয়ে যায় ছেলেদের। 

একটি ছেলে যতই আত্মবিশ্বাসী হোক না কেন, কাউকে প্রপোজ করতে গেলেই সেই আত্মবিশ্বাস মাটিতে মিশে যায়। মেয়েটি যদি না করে দেয়, রিজেক্ট করে- এই ভয় চিন্তা করতে করতেই অনেকসময় একটি মেয়েকে আর প্রপোজ করা হয়ে ওঠে না একটি ছেলের। 


বিজ্ঞাপন


dating

প্রথম ডেটে যাওয়া

বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে প্রেমের সম্পর্কে জড়ান অনেকে। কিন্তু সম্পর্ক টানতে গেলে তাকে অফলাইনেও আনতে হয়। আর তার জন্য দেখা করার বিকল্প নেই। কিন্তু নিজের পছন্দের মানুষের সঙ্গে প্রথম ডেটে যাওয়ার কথা আসলেই বেশিরভাগ ছেলে ভীষণভাবে ভয় পেয়ে যায়। 

একটি মেয়ের কাছে তার ইম্প্রেশন কেমন হবে সেটা ভেবেই রাতের ঘুম উধাও হয়ে যায়। মেয়েটিকে কোথায় ডেটে নিয়ে যাবে, সবকিছু আদৌ মেয়েটার পছন্দ হবে কিনা, কীভাবে কথা শুরু করবে— এসব চিন্তাই আত্মবিশ্বাসকে তলানিতে নিয়ে যায়।

girl

মেয়েদের সঙ্গে কথা বলা

এই পৃথিবীতে অসংখ্য ছেলে আছে যারা মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে ভীষণ নার্ভাস হয়ে পড়েন। বিশেষ করে সেই মেয়ে যদি পছন্দের নারী হয় তাহলে তার সঙ্গে কথা বলার আগে ছেলেদের মাথায় শত চিন্তা ঘুরপাক খায়। এর পেছনেও একটি কারণ রয়েছে। অনেকে আছেন যারা বয়েজ স্কুল-কলেজে পড়াশোনা করেছেন, মেয়েদের সঙ্গে সেভাবে কথা বলা হয়ে ওঠেনি। আর তাই স্বাভাবিকভাবে ছোটবেলা থেকেই নারীদের সঙ্গে কথা বলার ব্যাপারে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয়। 

নিজের ইমেজ নিয়ে চিন্তা

একটি মেয়ে প্রথম দর্শনে মুগ্ধ হবে কিনা, আদৌ ভালো লাগবে কিনা, ভালো লাগলেও কতটা ভালো লাগবে— এসব চিন্তাতেই বেশিরভাগ ছেলের আত্মবিশ্বাস হারিয়ে যায়। মেয়েদের তুলনায় ছেলেদের নিজের ইমেজ নিয়ে বেশি চিন্তা থাকে। মেয়েদের সামনে গেলে এতটাই নার্ভাস হয়ে পড়েন যে কী বলবেন ভেবে পান না। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর