সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুরনো টেবিল ফ্যান হবে নতুনের মতো, লাগবে মাত্র কয়েক মিনিট

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম

শেয়ার করুন:

পুরনো টেবিল ফ্যান হবে নতুনের মতো, লাগবে মাত্র কয়েক মিনিট

দেখতে দেখতে চলে এসেছে গরমকাল। যাদের ঘরে এসি রয়েছে তারা ইতোমধ্যে যন্ত্রটি সার্ভিসিং ও পরিষ্কার করে নিয়েছেন। কিন্তু যাদের ঘরে এসি নেই তার স্বস্তির একমাত্র মাধ্যম ফ্যান। সিলিং ফ্যানের পাশাপাশি বেশিরভাগ বাড়িতেই রাখা হয় টেবিল ফ্যান। সমস্যা হলো, অল্প কয়েকদিনেই এই ফ্যানে ধুলোর আস্তরণ পড়ে যায়। ফলে ব্লেড ভারী হয়ে যায়, কমে যায় বাতাসের মাত্রা। 

টেবিল ফ্যান পরিষ্কার করাকে অনেকেই ঝক্কির কাজ মনে করে। তবে কাজটি কিন্তু অতটা জটিল নয়। সঠিক পদ্ধতি অনুসরণ করলে খুবই অল্প সময়ে ফ্যান পরিষ্কার করা যায়। কীভাবে? চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


fan2

টেবিল ফ্যান পরিষ্কার করতে পারেন কয়েকটি ধাপে। এজন্য প্রথমে ফ্যান বন্ধ করে প্লাগ খুলে ফেলুন। এবার ফ্যানের গ্রিল খুলে ফেলুন। অনেকে জানেন না কীভাবে ফ্যানের গ্রিল খুলতে হয়। ফ্যানের পিছনে বা পাশে স্ক্রু বা ক্লিপ রয়েছে। একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই স্ক্রু আলগা করে ধীরে ধীরে গ্রিল টানলেই খুলে যাবে। স্ক্রু না খুলে জোরে টানবেন না। এতে ফ্যানের ক্ষতি হতে পারে।

এবার ফ্যানের ব্লেড সরান। অনেক ফ্যানে, ব্লেডগুলো কেবল ঘুরালেই খুলে যায়। আবার কিছু ফ্যানে স্ক্রুর মাধ্যমে ব্লেড বা পাখাগুলো আটকানো থাকে। অনেক ফ্যানে পাখাগুলো বিপরীত দিক দিয়ে আলগা করতে হয়। আপনার ফ্যানের গঠন অনুযায়ী প্রক্রিয়ায় পাখাগুলো সরান। 

fan3


বিজ্ঞাপন


পরিষ্কারের জন্য একটি পাত্রে গরম পানিতে সামান্য লিকুইড ডিশ সাবান এবং এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। স্পঞ্জ বা নরম কাপড়ের সাহায্যে এই মিশ্রণটি দিয়ে গ্রিল ও ব্লেড হালকা করে ঘষুন। ফ্যানের গ্রিলের চিকন স্থান পরিষ্কার করতে পুরনো টুথব্রাশ ব্যবহার করুন। 

ভালো করে ঘষা হলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। এজন্য পাখা ও গ্রিল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এরপর একটি পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছুন এবং রোদ বা হাওয়ায় শুকিয়ে নিন। 

fan4

সবকিছু পুরোপুরি শুকিয়ে গেলে সাবধানে ফ্যানের সব অংশ পুনরায় সংযুক্ত করুন। প্রতি ২-৩ সপ্তাহ অন্তর হালকা কাপড় দিয়ে ফ্যানটি ধুয়ে ফেলুন, এতে ধুলোবালি জমবে না। অন্তত প্রতি মাসে একবার এই নিয়মে ফ্যান পরিষ্কার করুন।

ফ্যান চালু করার সময় যদি শব্দ বেশি হয় তাহলে মোটরের কাছে থাকা মেশিনে কয়েক ফোঁটা তেল দিন। 

সাবধানতা: ভেজা কাপড় দিয়ে কখনো বৈদ্যুতিক অংশগুলো মুছবেন না। এতে ফ্যানের ক্ষতি হতে পারে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর