শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একজন ভালো মানুষ চেনা যায় এই ৫ গুণে 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

একজন ভালো মানুষ চেনা যায় এই ৫ গুণে 

একজন মানুষ ভালো কি মন্দ তা হুট করা বলা সম্ভব নয়। এরপরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একজন ব্যক্তিকে অন্যদের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত করে তোলে। এসব গুণ কেবল সম্পর্ককেই দৃঢ় করে না, ব্যক্তি চরিত্রের ভিতকে শক্তিশালী করে তোলে। 

কোন বৈশিষ্ট্যগুলো একজন মানুষকে ভালো মানুষ হিসেবে তুলে ধরে, চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


good_man

সহানুভূতি

অন্যের অনুভূতি বুঝতে পারা এবং তা হৃদয়ে ধারণ করার গুণকেই সহানুভূতি বলে। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি ভালো মানুষ হওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো তার সহানুভূতি থাকবে। তিনি অন্যের মতামতের প্রতি যত্নবান হবেন। 

সদয়তা


বিজ্ঞাপন


সদয়তা মানে কেবল ভালো কাজ করা নয়, বরং এটি একটি ধারাবাহিক মনোভাব যেখানে সহানুভূতি ও উদারতা প্রতিফলিত হয়। ছোট ছোট কাজে সহানুভূতি আর উদারতা প্রকাশ করা একজন মানুষকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। 

respect

অন্যকে সম্মান করা

সুস্থ সম্পর্কের ভিত্তিই হলো পারস্পরিক সম্মান। একজন ভালো মানুষ অন্যের মতামত, সীমা এবং স্বতন্ত্রতাকে মূল্য দেন—যা বিশ্বাস ও বোঝাপড়া গড়ে তুলতে সাহায্য করে।

কৃতজ্ঞতা প্রকাশ 

নিজের প্রাপ্তি ও আশীর্বাদগুলোকে মূল্য দেওয়ার মাধ্যম হলো কৃতজ্ঞতা প্রকাশ। এটি মানসিক স্বাস্থ্য উন্নত করে এবং চারপাশে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। একজন ভালো মানুষ সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতে ভালোবাসেন। 

good_man1

উৎসাহ প্রদান

অন্যকে উৎসাহ দেওয়া একজন ভালো মানুষের গুণ। অন্যের কাজকে সমর্থন দেওয়া, তাকে উৎসাহ দেওয়া কেবল তারই উন্নয়ন করে না বরং সম্মান ও অনুপ্রেরণামূলক পরিবেশও গড়ে তুলতে সাহায্য করে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর