মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

গবেষণা

পুরুষরা সঙ্গীর চেয়েও বেশি অনুগত থাকেন নাপিতের প্রতি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

পুরুষরা সঙ্গীর চেয়েও বেশি অনুগত থাকেন নাপিতের প্রতি

একজন পুরুষ কার প্রতি সবচেয়ে বেশি অনুগত বা লয়াল? এই প্রশ্নের জবাবে কেউ বলবেন মা। কেউ বলবেন স্ত্রী। আবার কারো কারো উত্তর হবে প্রেমিকা বা বেস্ট ফ্রেন্ড। তবে সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে একদম ভিন্ন তথ্য। পুরুষরা নাকি সঙ্গীর চেয়ে বেশি অনুগত থাকেন নাপিতের প্রতি। 

লন্ডনে 'ক্যাপিট্যাল হেয়ার অ্যান্ড বিউটি'-র করা একটি লাইফস্টাইল গবেষণা অনুযায়ী, প্রায় ৭৫% পুরুষরা সঙ্গীর থেকে বেশি তাদের নাপিতের প্রতি ‘লয়াল’ বা অনুগত থাকে। ২০২৩ সালে ব্রিটিশ নাগরিকদের মধ্যে এই গবেষণাটি করা হয়েছে।


বিজ্ঞাপন


hair-cut2

বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, নাপিতের সঙ্গে গ্রাহকের সম্পর্ক হয় ছোটবেলার। কিশোর বয়সে একই নাপিতের কাছে তারা চুল কাটান। এরপর যৌবনে দাঁড়ি কামানোর ক্ষেত্রেও ভরসা সেই নাপিতই। 

এমনও দেখা গেছে, পড়াশোনা বা কাজের প্রয়োজনে এলাকা ছাড়লেও চুল-দাঁড়ি কাটানোর জন্য বারবার ছোটবেলার সেই নাপিতের কাছে ফিরে আসেন বেশিরভাগ পুরুষ। 


বিজ্ঞাপন


salon

বিশেষজ্ঞদের মতে, একই নাপিতের কাছে বছরের পর বছর কাটা ছেলেদের কাছে একটি রুটিনের মতো। একই মানুষের কাছে চুল-দাঁড়ি কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন পুরুষরা। ৪৫% পুরুষ নতুন নাপিতের কাছে যেতে চান না। তার কারণ, আবার সেই নাপিতকে নতুন করে বোঝাতে হবে কেমন লুক চাই। 

পাশাপাশি স্টাইল বা কাটিং ভুল হয়ে যাওয়ার ভয় থাকে মনে। আর তাই ৩০% পুরুষ নতুন নাপিতের কাছে যেতে চান না। 

salon1

নারীদের ক্ষেত্রে ব্যাপারটা একদমই ভিন্ন। মাত্র ১৫% নারী তাদের হেয়ার স্টাইলিস্টের প্রতি অনুগত থাকেন। বাকিরা নতুন নতুন স্টাইলিস্টের কাছে যেতেই পছন্দ করেন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর