রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তায় যা লিখবেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম

শেয়ার করুন:

পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তায় যা লিখবেন

বছর ঘুরে আবার এলো নতুন বছর। রাত পোহালেই উদিত হবে নতুন সূর্য। শুরু হবে বাংলা নতুন বছর। নতুন বছর উপলক্ষে প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। কিন্তু কী লিখবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রইল কিছু শুভেচ্ছা বার্তা- 

বার্তা ১- ‘পঞ্জিকার পাতায় নতুন গল্প লেখার সময় এসেছে।
স্বপ্ন হোক রঙিন, দিন হোক আশাব্যঞ্জক।
সুস্থ, সুন্দর, আনন্দময় হোক আগত প্রতিটি মুহূর্ত।
নববর্ষে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।’


বিজ্ঞাপন


pohela-boishakh2

বার্তা ২- ‘যা কিছু পুরনো, তা হোক ইতিহাস;
নতুন বছরে হোক নতুন আশ্বাস।
সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়।
নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।’

বার্তা ৩- ‘চলে যাচ্ছে পুরনো বছর! পুরনো বছরে কী পেলাম আর কী পেলাম না তার হিসাব মিলাতে পারলাম না! তবে নতুন বছর সবার সাথে সাথে আমার জীবনও সুন্দর করে তুলুক। সেই কামনা করি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

pohela_boishakh3


বিজ্ঞাপন


বার্তা ৪- ‘নতুন প্রাণ, নতুন গান, বৈশাখ এলো ফিরে,
হৃদয়ের সব ক্লান্তি যাক শুভরবি ভোরে।
সবার মনে জাগুক আলো, হাসির ছোঁয়ায় হোক রঙিন,
শুভ হোক এই বছর, ভালোবাসায় ভরে উঠুক জীবনদিন!’

বার্তা ৫- ‘পুড়ুক পুরাতন দুঃখ, দহনজ্বালা ভেসে যাক,
নতুন সূর্যে উজ্জ্বল হোক আমাদের সকল পথচলা।
আনন্দ আর সম্ভাবনায় ভরে উঠুক দিন,
শুভ নববর্ষে জেগে উঠুক নতুন চিন!’

pohela-boishakh4

বার্তা ৬- ‘নতুন বছরে আপনার জীবন হোক আনন্দে ও সফলতায় ভরপুর। সমস্ত স্বপ্ন পূরণ হোক এবং আপনার দিনগুলো হোক আরও সুন্দর ও রঙিন। শুভ নববর্ষ!’ 

বার্তা ৭- ‘নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন শুরু।
পুরনো কষ্ট ভুলে, নতুন আনন্দে ভরে উঠুক আপনার প্রতিটি দিন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।’

pohela_boishakh4

বার্তা ৮- নতুন সকাল, নতুন আলো,
নতুন বছর দিক নতুন ভালো।
আপনার প্রতিটি পদক্ষেপ হোক সফলতায় পরিপূর্ণ,
শুভ নববর্ষের অন্তহীন শুভেচ্ছা!

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর