সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুখে ঘা হলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

মুখে ঘা হলে করণীয়

গরমকালে মানুষ প্রায়ই হজমশক্তির সমস্যায় ভোগেন। ফলে অনেকেই গ্যাস, বদহজম, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভোগেন। এসবের জেরে মুখে আলসার দেখা দেয়। ক্রমাগত কোষ্ঠকাঠিন্য আর বদহজমের কারণে এই আলসার বা ঘা এর সমস্যা দেখা দেয়। 

মুখের ঘা থেকে মুক্তি পেতে ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে হবে। পাশাপাশি তেল-মসলাযুক্ত খাবার খাওয়া কমাতে হবে। কিছু ঘরোয়া উপায়ে মুখের ঘা থেকে মুক্তি পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নিই- 


বিজ্ঞাপন


coconut

শুকনো নারকেল 

শুকনো নারকেলের খোসায় তেলের পরিমাণ বেশি থাকে। মুখে আলসার সমস্যা থাকলে দিনে তিন থেকে চারবার শুকনো নারকেলের ছোট ছোট টুকরো ধীরে ধীরে চিবিয়ে খান। এই শুকনো নারকেল থেকে নিষ্কাশিত তেল মুখের আলসার থেকে মুক্তি দেবে।

এলাচ গুঁড়ো 


বিজ্ঞাপন


হজমশক্তি উন্নত করতে সাহায্য করে এলাচ। চার থেকে পাঁচটি ছোট এলাচ নিন এবং খোসাসহ পিষে নিন। এবার এক সঙ্গে মধু মেশান। এবার এই মিশ্রণটি মুখের ঘা তে লাগান। দিনে চার-পাঁচবার এটি প্রয়োগ করলে মুখের আলসার থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়।

joshthimodhu

যষ্ঠিমধু 

মূল প্রদাহ কমাতে সাহায্য করবে যষ্ঠিমধু। রাতে পানিতে যষ্ঠিমধু ভিজিয়ে রাখুন। সকালে এই পানি দিয়ে কুলকুচি করুন। এছাড়াও যষ্টিমধুর ভেজা মূল চিবিয়ে নিন। এই পানি দিয়ে দিনে তিন থেকে চারবার কুলি করলে এবং এর মূল চিবিয়ে খেলে মুখের ঘা থেকে মুক্তি পাওয়া যায়।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর