সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এক বালতি পানিতে কতটুকু ডিটারজেন্ট লাগে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

এক বালতি পানিতে কতটুকু ডিটারজেন্ট লাগে?

কাপড় ধোয়া বেশ সহজ আর স্বাভাবিক একটি কাজ। রোজই পোশাক পরিচ্ছন্ন করতে ধোয়া হয়। আর এই কাজে ব্যবহার করা হয় সাবান, ডিটারজেন্ট পাউডারের মতো উপাদান। সাবানের পরিমাণ বুঝলেও, ডিটারজেন্ট পাউডারের পরিমাণ সম্পর্কে অনেকে দ্বিধায় থাকেন। 

অনেকে ভাবেন, ডিটারজেন্ট পাউডার সামান্য মেশালেই হয়। আবার কেউ কেউ মনে করেন যত বেশি ডিটারজেন্ট দেওয়া হবে, কাপড় তত বেশি পরিষ্কার হবে। তাহলে এক বালতি পানিতে কতটুকু পাউডার মেশানো উচিত? চলুন বিস্তারিত জেনে নিই- 


বিজ্ঞাপন


washing2

সাধারণত, এক বালতি অর্থাৎ ১০-১২ লিটার পানিতে কাপড় ধোয়ার জন্য প্রায় ১-২ টেবিল চামচ ডিটারজেন্ট ব্যবহার করা উচিত। তবে এক্ষেত্রে আরও কিছু বিষয় খেয়াল রাখবে হবে। 

কাপড়ের ধরন

হালকা ময়লার কাপড়ের জন্য কম ডিটারজেন্ট ব্যবহার করুন। অপেক্ষাকৃত বেশি ময়লা কাপড়ের জন্য বেশি ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। 


বিজ্ঞাপন


washing3

ডিটারজেন্টের প্রকার

ডিটারজেন্ট দুই রকমের হয়। পাউডার আর লিকুইড। পাউডার ডিটারজেন্ট ব্যবহার করলে খেয়াল রাখবেন যেন তা পানিতে ভালোভাবে মিশে যায়। তরল ডিটারজেন্ট ব্যবহার করলে তা এমনিই পানিতে মিশে যায়। 

কীভাবে পানিতে ডিটারজেন্ট পাউডার মেশাবেন?

প্রথমে বালতিতে পানি নিন। এরপর এতে ডিটারজেন্ট যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন। এরপর কাপড় ভিজিয়ে কিছুক্ষণ রেখে ধুতে নিন।

washing4

রঙিন কাপড় ধোয়ার সময় কুসুম গরম পানিতে এক মুঠ লবণ গুলে নিন। এতে কাপড় ভিজিয়ে রাখুন। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। এভাবে ধোয়া হলে কাপড়ের রঙ দীর্ঘদিন ভালো থাকে। 

কাপড় ধোয়ার আরও কিছু নিয়ম 

সাদা সুতির পোশাক ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করুন। গরম পানিতে ডিটারজেন্ট গুলে কিছুক্ষণ কাপড় ডুবিয়ে রাখুন। সুতি রঙিন পোশাক ধোয়ার ক্ষেত্রে সাধারণ তাপমাত্রার পানি ব্যবহার করুন। চাইলে কুসুম গরম পানিতে ডিটারজেন্ট গুলে নিতে পারেন। এরপর পানি মিশিয়ে কাপড় ভেজান। ভালো পরিষ্কারের জন্য ২০ থেকে ৩০ মিনিট সাবান পানিতে কাপড় ভিজিয়ে তারপর কেচে নিন।

washing5

সুতির সাদা কাপড় হলদেটে হয়ে গেলে গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ফুটিয়ে নিন। তারপর এতে কাপড় ভেজান।

হরেক রঙের রঙিন কাপড় একসঙ্গে ভেজাবেন না। রং পাকা কি না বোঝার জন্য কাপড়ের কিছু অংশ ভিজিয়ে নিন। এবার এই অংশের ওপর সাদা কাপড় রেখে ইস্ত্রি করুন। যদি সাদা কাপড়ের রং সাদাই থাকে, তাহলে বুঝতে হবে রং পাকা।

washing6

রঙিন কাপড় ধোয়ার ক্ষেত্রে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করুন। এতে কাপড়ের রঙ অনেক দিন নতুনের মতো থাকবে।

সিল্কের পোশাক ঈষদুষ্ণ পানিতে ধুতে হবে। ধোয়ার সময় ডিটারজেন্ট বা সাবানের পরিবর্তে শ্যাম্পু ব্যবহার করুন। ডিটারজেন্ট ব্যবহার করতে হলেও হালকা ডিটারজেন্ট ব্যবহার করুন। বেশিক্ষণ কাপড় ভিজিয়ে রাখবেন না। ১০ থেকে ১৫ মিনিটই যথেষ্ট। সিল্ক কাপড় জোরে রগড়াবেন না। ধোয়ার পর এক টেবিল চামচ লেবুর রস মেশানো ঠান্ডা পানিতে কাপড়গুলো নীল দেওয়ার মতো ডুবিয়ে রাখুন। এতে কাপড় দীর্ঘদিন ভালো থাকবে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর