সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রবাসী বাঙালির চোখে অস্ট্রেলিয়ার জানা-অজানা

সাবিকুন নাহার চুমকি
প্রকাশিত: ১০ জুন ২০২২, ১২:২১ পিএম

শেয়ার করুন:

প্রবাসী বাঙালির চোখে অস্ট্রেলিয়ার জানা-অজানা

অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে নানান তথ্য আমরা কমবেশি জানি। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছুই আমাদের জানা হয়ে যায়। অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন বসবাসের সুবাদে আমিও দেশটি সম্পর্কে অনেক তথ্য জেনেছি। এমনই কিছু মজার আর ভিন্ন ধরনের তথ্য জানাবো আপনাদের। 

১। অস্ট্রেলিয়া পৃথিবীর বড় দেশগুলোর মধ্যে অন্যতম। এর বিশালতা এত বেশি যে পুরো ইউরোপের প্রায় ৪৫টি দেশের সমান এই দেশটি।


বিজ্ঞাপন


Australia ২। অজিরা অত্যন্ত কফি প্রিয় জাতি। মোটামুটি ৮০ শতাংশ অস্ট্রেলিয়ানের সকাল শুরু হয় এক কাপ কফি দিয়ে। দোকানের কফি এদের বেশি প্রিয়। তাই বেশিরভাগ অস্ট্রেলিয়ানই কফির জন্য নিকটস্থ প্রিয় কফি শপে ভিড় জমান।

৩। এরা চরম হাস্যরসের ভরপুর একটি জাতি। কথায় কথায় জোকস করে হেসে ওঠা এদের সহজাত বৈশিষ্ট্য। অচেনা মানুষের সঙ্গে হাসিমুখে দৃষ্টি বিনিময় করতে দেখা যায় এদেরকে। 

Australia৪। অস্ট্রেলিয়ানরা ‘নো ওরিস’ শব্দটি ব্যাপক হারে ব্যবহার করেন। এর মাধ্যমে কিন্তু তারা উদ্বিগ্ন না হওয়া বুঝায় না। শব্দ দুটি তাদের জন্য সাধারণ। এমনকি থ্যাংক ইউর উত্তরেও এরা নো ওরিস বলে। পৃথিবীর অন্য কোনো দেশে যা সচরাচর দেখা যায় না।  

৫। অদ্ভুত শুনালেও সত্য হলো অজিরা ‘আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ’ প্রবাদ বাক্যের একশো ভাগ মেনে চলা জাতি। সন্ধ্যার পরপর ঘুমিয়ে পড়া এবং অতি ভোর থেকে দিনের শুরু এখানে খুবই স্বাভাবিক বিষয়। তবে সপ্তাহের শেষ দিন বা উইকেন্ডে তারা আনন্দ করেন গভীর রাত পর্যন্ত। পুরো সপ্তাহ কঠিন শৃঙ্খলা মেনে চলা আর উইকেন্ডে ফুর্তি করাই অস্ট্রেলিয়ানদের রুটিন বলা যায়। 


বিজ্ঞাপন


Australia৫। অস্ট্রেলিয়ার আবহাওয়ার গল্প করা যাক। আমাদের বাংলাদেশীদের কাছে বিদেশ মানেই মাইনাস টেম্পারেচার, হাড় কাঁপানো শীত, তুষার পড়ার দৃশ্য। এক্ষেত্রে অস্ট্রেলিয়া আলাদা। এখানে শীত বা গরম কোনোটিই অতিরিক্ত হয় না বললেই চলে। শীতের রাতে তাপমাত্রা মাঝেমধ্যে ২/৩ ডিগ্রিতে নেমে যাওয়া কিংবা গরমে মাঝেমধ্যে ৩৮/৪০ ডিগ্রিতে চলে যাওয়া ছাড়া এদেশে আবহাওয়ার প্রেমে আপনাকে পড়তেই হবে। সাগরের নীল জলের ঠান্ডা বাতাস, বছরের একটা দীর্ঘ সময় নাতিশীতোষ্ণ অনুভূতির মজা একমাত্র এই দেশে আসলেই পাবেন।

৬। অস্ট্রেলিয়াতে আগামী প্রজন্ম অর্থাৎ শিশুদেরকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যার ফলাফল হিসেবে একটি শিশুর জন্ম পূর্ব থেকে পরবর্তীতে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার সর্বোচ্চ সুযোগ সুবিধার নিশ্চিত করে সরকার। অন্যদিকে, বয়স্ক বা এইজ ওল্ডদের ব্যাপারেও একই গুরুত্ব দিয়ে তাদের জন্য সুন্দর জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিত করে সরকার।

Australia৭। অস্ট্রেলিয়ার হেলথ কেয়ার/মেডিকেয়ার সিস্টেমকে পৃথিবীর অন্যতম সুন্দর চিকিৎসা সেবা হিসেবে আখ্যায়িত করা করে থাকে। শুধুমাত্র ডেন্টাল কেয়ার ছাড়া সব ধরনের মেডিকেল ট্রিটমেন্ট এই সেবার আওতাধীন যেখানে জনগণ ও স্থায়ী বাসিন্দারা বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। অবাক করা তথ্য হলো, দেশটিতে একজন গর্ভবতী নারীর গর্ভধারণ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত নিজের পকেটের এক টাকাও খরচ করতে হয় না সাধারণত। 

৮। অস্ট্রেলিয়ার ৫৪ শতাংশ পরিবার একের অধিক গাড়ি ব্যবহার করেন। তবে মজার তথ্য হলো যাত্রীর তুলনায় এখানে পাবলিক যানবাহনের সংখ্যা অনেক বেশি।

Australia৯। অস্ট্রেলিয়াতে রয়েছে বিশাল মরুভূমি অঞ্চল এবং সেখানে রয়েছে প্রচুর উট। প্রতিবছর এই প্রাণীগুলো সৌদি আরবে রফতানি করা হয়। 

১০। অস্ট্রেলিয়ানদের নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক। নাহয় গুণতে হয় বিপুল জরিমানা।

Australia১১। এই তথ্য অনেকেই জেনে থাকবেন যে অস্ট্রেলিয়াতে প্রায় ১২ হাজারেও বেশি সমুদ্র সৈকত রয়েছে যার প্রত্যেকটি ভ্রমণ করতে চাইলে আপনার জীবনের ৩২টি বছর চলে যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতের হিসেবে দুই নম্বরে আছে অস্ট্রেলিয়ার নাইন্টি মাইল বীচ। এই তালিকায় এক নম্বরে আছে ব্রাজিলের একটি সমুদ্র সৈকত। আমাদের প্রিয় কক্সবাজার সমুদ্র সৈকত আছে তিন নম্বরে।

১২। এদের ৬৫ শতাংশ মানুষ স্থূল দেহের অধিকারী, যা এদেশে হর হামেশাই চোখে পড়বে। মজার তথ্য হলো পুরুষের তুলনায় ১ লাখের বেশি নারী রয়েছে অস্ট্রেলিয়ায়।

Australia১৩। জীব বৈচিত্র্যে এই দেশ পৃথিবীর সবথেকে আলাদা। এখানে কীটপতঙ্গ, জীব-জন্তু কিংবা পাখ-পাখালির এত প্রকরণের দেখা মেলে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না।

১৪। সবশেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো অস্ট্রেলিয়ার অধিবাসীদের যারা এই ভূমির আসল মালিক, সাংবিধানিকভাবে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিটি সেক্টরে তাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা, শ্রদ্ধা। সম্মানের সঙ্গে তাদের সাথে কথা বলার নিয়ম রয়েছে।

অস্ট্রেলিয়া হলো এমন একটি দেশ যেখানে আপনি পাবেন উন্নত জীবন ব্যবস্থা। যেখানে সহিংসতা, ড্রাগস, বন্দুক কিংবা ঘৃণার সঙ্গে আপনাকে বসবাস করতে হবে না। জীবনযাত্রার মান এবং চমৎকার আবহাওয়ার জন্য এই দেশ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় উদাহরণ।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর