রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

নারী দিবসের শুভেচ্ছা বার্তা ২০২৫ 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

loading/img

নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। চলতি বছরেও বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। অক্লান্ত শ্রম ও সমাজ-সভ্যতার প্রতি নারীর অবদানকে মনে রাখতেই পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। 

এই বিশেষ দিনটিতে পরিচিত ও আত্মীয় পরিজন নারীদের জানান শুভেচ্ছা। নারীদের শুভেচ্ছা জানাতে কী লিখবেন, জানুন কিছু বার্তা- 


বিজ্ঞাপন


বার্তা ১- নারীই একমাত্র শক্তি যা দেশ, সমাজ বদলে দিতে পারে। শুভ আন্তর্জাতিক নারী দিবস।

womens-day1

বার্তা ২- নারীদের অনবরত ত্যাগ রয়েছে বলেই আজ সভ্যতা নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। নারীদের এই অবদান কোনোভাবেই ভোলার মতো নয়। আপনাকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

বার্তা ৩- নারীদের স্নেহ, মায়া, মমতা এবং করুণা আমাদের সভ্যতার সম্পদ। এই কথা সবার মনে রাখা উচিত। শুভ আন্তর্জাতিক নারী দিবস।


বিজ্ঞাপন


বার্তা ৪- আজ আর নারীরা দুর্বল নয়, এই পৃথিবীর এগিয়ে চলার চাবিকাঠি তোমাদের হাতেই। শুভ আন্তর্জাতিক নারী দিবস!

womens-day3

বার্তা ৫- বাড়ি আর বাইরের জগতে সবখানেই আজ সমান দক্ষতায় লড়াই করে চলেছে নারীরা। তাদের এই লড়াইকে কুর্নিশ জানাই। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

বার্তা ৬- মা, বোন, সহধর্মিণী হোক বা বন্ধু, নানারূপে নারীরা আমাদের জীবনে নিরন্তর অবদান রেখে চলেছেন। আজ সেই অবদান স্মরণ করার দিন। তোমায় জানাই নারী দিবসের শুভেচ্ছা।

বার্তা ৭- নারীদের স্নেহছায়া আর যত্ন একটি শিশুর বড় হওয়ার জন্য জরুরি। আর শিশুরাই দেশ ও সমাজের ভবিষ্যত। একটি সভ্যতার ভবিষ্যত নির্মাতাদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা।

womens_day2

বার্তা ৮- জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের সমান অধিকার ও সুবিধা প্রাপ্য। আজকের দিনে সেটাই হোক অঙ্গীকার। 

বার্তা ৯- প্রতি মহাপুরুষের নেপথ্যে এক মহিয়সী নারীর অবদান থাকে। ইতিহাস বারবার প্রমাণ করেছে এই সত্য। আপনাকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। 

বার্তা ১০- নারী ছাড়া একটি ঘর, একটি দেশ, একটি সভ্যতা চিরকাল অর্থহীন হয়ে থেকে যায়। তাই নারীদের সম্মান দিতে, যোগ্য মর্যাদা সবার আগে দেওয়া উচিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর