মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

প্রেম নাকি মোহ—বুঝবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

প্রেম নাকি মোহ—বুঝবেন যেভাবে

নর-নারী একে অপরের প্রতি প্রেমে পড়বে, আকৃষ্ট হবে-এটাই স্বাভাবিক। কিন্তু কখনো কখনো প্রেম আর মোহ গুলিয়ে যায়। আপনি নিজেও ঠিক বুঝতে পারবেন না আপনি প্রেমে পড়েছেন, নাকি নিছক মোহে আবিষ্ট হয়েছেন। প্রেমে পড়ার পরে আত্মবিশ্বাস বাড়ে। নিজের প্রতি ভালোবাসা বাড়েও। কিন্তু এটা নিছক আকর্ষণের ক্ষেত্রে হয় না। জানুন বিস্তারিত। 

প্রেম আর মোহ কিন্তু এক জিনিস না। প্রেমে পড়া আর কারও প্রতি আকর্ষণ বোধ করার মধ্যে দুই মেরুর পার্থক্য৷


বিজ্ঞাপন


loveসমীক্ষা বলছে, যদি এটা প্রেম হয়, নিছক মোহ না হয়, তবে আপনার মধ্যে কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী৷ সেগুলি কী কী?

রূপ এখানে কোনও ব্যাপারই নয়৷ কারও উচ্চতা, চোখ, হাসি, কথা আপনাকে আকর্ষিত করতে পারে, তবে তা শুধু আকর্ষণ৷ প্রেমে এসবের কোনও জায়গা নেই৷

আপনি যার প্রেমে পড়েছেন তার সামনে আপনার শান্ত থাকা খুব মুশকিল৷ আপনার মন আনচান করবে৷ অস্থির লাগবে৷ এটাও একটা লক্ষণ বটে৷

loveপ্রেমে পড়ার পরে আত্মবিশ্বাস বেড়ে যায়৷ নিজের প্রতি ভালোবাসা বাড়ে৷ এটা নিছক আকর্ষণের ক্ষেত্রে হয় না৷


বিজ্ঞাপন


আকর্ষণ বা মোহ একটা সময় পরে চলে যায়৷ কিন্তু প্রেম বিষয়টা চিরস্থায়ী৷ এটা সময়ের সঙ্গে বদলানোর কথা নয়৷

love

তাই এবার নিজেকেই প্রশ্ন করুন, আপনার ভালোলাগার মানুষের প্রতি প্রেম অনুভব করছেন নাকি মোহ? উত্তর আপনার মনেই আছে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর