সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্ত্রীর যে ৫টি বিষয়ের প্রেমে পড়েন স্বামী

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

স্ত্রীর যে ৫টি বিষয়ের প্রেমে পড়েন স্বামী

অনেকে মনে করেন, বিয়ের করার সঙ্গে সঙ্গে কবর রচনা হয় প্রেমের। বিবাহিত জীবনে কী আর প্রেম হয়? হ্যাঁ হয়। বিয়ের পরও প্রেম সম্ভব। স্বামী-স্ত্রী একে অপরের প্রেমে পড়লে দাম্পত্য জীবন হয়ে ওঠে আরও মধুর। 

দৈনন্দিন জীবনের ছোটোখাটো এমন কিছু বিষয় রয়েছে যা একজন স্বামীর ভালো লাগে। স্ত্রীর প্রেমে পড়ার কারণ হয়। স্ত্রীর কোন বিষয়গুলোর প্রেমে পড়েন স্বামী? চলুন জানা যাক-


বিজ্ঞাপন


couple2

দৃষ্টি

একজন স্ত্রী তার স্বামীর দিকে কীভাবে তাকাচ্ছেন তা সম্পর্কের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। পুরুষ বাড়ি ফিরলে যদি তা সঙ্গিনী মিষ্টি হেসে তাকান, তাহলে তা স্বামীর জন্য ভীষণ সুখকর প্রাপ্তি হয়। তাই, যে কাজেই ব্যস্ত থাকুন না কেন স্বামী ঘরে ফিরলে তার দিকে তাকান। মিষ্টি করে হাসুন। এতেই তার সারাদিনের কষ্ট, ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। মন ভরে উঠবে প্রশান্তিতে। 

ধন্যবাদ


বিজ্ঞাপন


একজন স্বামী তার স্ত্রীর প্রতি স্বাভাবিক দায়িত্বগুলোই পালন করেন। তবুও কাজের জন্য ধন্যবাদ পেতে কার না ভালো লাগে। স্ত্রীর ধন্যবাদ দেওয়ার অভ্যাসের প্রেমে পড়েন স্বামী। তিনি কোনো কাজ করলে ধন্যবাদ জানান। তাকে উৎসাহ দিন। অনেকসময় মুখে কিছু না বলে মিষ্টি হাসি দিয়েও কৃতজ্ঞতা জানানো যায়। ধন্যবাদ দেওয়ার অভ্যাসে সম্পর্ক দৃঢ় হয়। 

couple3

মানসিক আশ্রয়

পুরুষ তার স্ত্রীর কাছে আমৃত্যু শান্তির আশ্রয় কামনা করেন। তিনি চান, পৃথিবীর সব হারালেও যেন স্ত্রী তার হাত শক্ত করে ধরে রাখে। তার স্বস্তির কারণ হয়। তাই তাকে অনুপ্রেরণা দিন। তার থেকে সবসময় উপহার আশা না করে মাঝেমধ্যে নিজেও তাকে ছোটখাটো উপহার দিন। হতে পারে সেটি প্রয়োজনীয় কোনো পণ্য কিংবা তার পছন্দের খাবার। 

বন্ধুত্ব

একটি সুন্দর দাম্পত্য জীবনের অন্যতম শর্ত হলো হলো দুজন দুজনকে বন্ধু ভাবা। পুরুষ তার সঙ্গীকে একজন ভালো বন্ধু হিসেবে পেতে চান। যিনি তার আনন্দের সঙ্গী হবেন, কষ্টও ভাগ করে নেবেন। তাই স্বামীর বন্ধু হওয়ার চেষ্টা করুন। এই অভ্যাসের প্রেমে পড়েন স্বামী। কে কার থেকে বেশি যোগ্য, কে সংসারের জন্য কতটা খাটেন এসব যুক্তিতর্কে না গিয়ে দুজন মিলে সুন্দরভাবে সম্পর্ক এগিয়ে নিন। এতে সুখী হতে পারবেন। 

couple4

সম্পর্ককে জটিল করে তুলবেন না। সহজভাবে বাঁচতে শিখুন। অপরপক্ষের যে কোনো কাজ, অর্জনকে সাধুবাদ জানান। স্বামীকে বুঝতে চেষ্টা করুন, তার বন্ধু হোন। এই ছোটোখাটো বিষয়গুলোই পুরুষকে স্ত্রীর প্রেমিক করে তোলে। মনে রাখবেন, স্বামী-স্ত্রী একে অন্যের পরিপূরক, প্রতিদ্বন্দ্বী নয়। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর