শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

বারান্দা হোক মন ভালো করার ছোট্ট ভুবন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২২, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

বারান্দা হোক মন ভালো করার ছোট্ট ভুবন

ইট পাথরের এই শহরে সবুজের দেখা মেলা ভার। নিজের মতো কাটানোর জন্য একটা জায়গা পাওয়াই যায় না। তাই, বেশিরভাগ মানুষ অন্দরমহলকেই সাজান মনের মাধুরী মিশিয়ে। চাইলে ঘরের বারান্দাকে নতুন করে সাজিয়ে নিতে পারেন। মন ভালো করার ছোট্ট ভুবন হতে পারে এটি। 

এমন একটি বারান্দার কথা ভাবুন যেখানে কাজের ব্যস্ততা শেষে এক কাপ চা নিয়ে বসতে পারবেন। ফ্লোরে বিছানো ম্যাটে বসে পড়তে পারবেন গল্পের বই। পাশে হয়তো নিচু আওয়াজে চলবে পছন্দের গান। থাকবে নিভু নিভু আলো। কীভাবে বারান্দা সাজাবেন জানুন। 


বিজ্ঞাপন


balconyপছন্দের গাছ 

বারান্দায় দাঁড়িয়ে চিন্তামুক্ত সময় কাটাতে চান? তাহলে এই অংশটিকেই বানিয়ে ফেলুন বাড়ির গ্রিন জোন। পছন্দের কিছু গাছ দিয়ে সাজান বারান্দা। ছোটোখাটো ফুল গাছ আর ইনডোর প্ল্যান্ট এক্ষেত্রে উপযুক্ত। জেড প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, বেবি টিয়ার্স, ক্যাকটাস, সাকুলেন্ট, অ্যালোভেরার মতো গাছ রাখুন। কসমস, জিনিয়া, পুর্তুলিকা বা পছন্দের ফুল গাছও রাখতে পারেন। এতে বারান্দার বাতাস থাকবে পরিশুদ্ধ। দেখতে লাগবে সুন্দর। 

balconyদেওয়ালের সাজ

বারান্দার দেওয়াল রঙিন করে সাজান। হলুদ, সবুজ, গোলাপি বা আকাশি রঙে রাঙাতে পারেন। চাইলে ওয়াল পেইন্টও করাতে পারেন। ছোট ছোট ফ্রেম লাগাতে পারেন দেওয়ালে। ওয়াল হ্যাঙ্গিং ম্যাটগুলো হতে পারে সাজের অংশ। 


বিজ্ঞাপন


balconyফ্লোর ম্যাট

বারান্দার চেহারা বদলাতে অবশ্যই ফ্লোরে নজর দিন। শতরঞ্জি বা ম্যাট দিয়ে সাজান। চাইলে প্লাস্টিকের গ্রাস ম্যাটও ব্যবহার করতে পারেন। বারান্দায় যদি বৃষ্টির পানি আসার সম্ভাবনা থাকে, তাহলে কাপড়ের ম্যাট এড়িয়ে চলুন। 

balconyছোট ছোট ডিটেলিং

বারান্দার সাজ সম্পূর্ণ বদলে দিতে ছোটখাটো বিষয়গুলোতে গুরুত্ব দিন। কর্নারে ছোট্ট একটি র‍্যাকে বিভিন্ন শোপিস রাখতে পারেন। আর্টিফিশিয়াল ফোয়ারা, দোলনা বা রকিং চেয়ার দিয়েও সাজাতে পারেন। নিচু সোফা বা বসার আসন রাখতে পারেন। তবে পানির স্পর্শে ক্ষতি হবে এমন কিছু রাখবেন না। একটি ছোট্ট টেবিল এবং দুটি চেয়ার বা টুল বাড়াবে বারান্দার সৌন্দর্য। গানপ্রেমী হলে মিউজিক সিস্টেমের ব্যবস্থা রাখতে পারেন। 

balcony

আলোর ব্যবস্থা 

আলোর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। বারান্দায় উজ্জ্বল আলো না রেখে মৃদু আলোর ব্যবস্থা রাখুন। ভিন্টেজ লুক চাইলে সেরকম আলো লাগান। লণ্ঠন ঝুলিয়ে দিতে পারেন। নানারকম আধুনিক বাতি দিয়ে বারান্দা সাজাতে পারেন। ফেয়ারি লাইট লাগাতে পারেন এক পাশে। কিছু আর্টিফিশিয়াল মোমবাতিও রাখতে পারেন। 

বারান্দা সাজিয়ে তুলুন মনে মতো করে। সবুজের ছোঁয়া থাকুক। বসার জায়গাও হোক সুন্দর। সন্ধ্যায় এক কাপ চা নিয়ে বসলে যেন মন ভালো হয়ে যায়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর