শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোন রঙের ডাস্টবিনে কী ময়লা ফেলতে হয়, জানেন না অনেকেই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ পিএম

শেয়ার করুন:

কোন রঙের ডাস্টবিনে কী ময়লা ফেলতে হয়, জানেন না অনেকেই

ডাস্টবিন বলতে সাধারণত আমরা ময়লা আবর্জনা ফেলার বাক্সকে বুঝি। বাড়ির যত ময়লা বা ওয়েস্ট আছে তা এই বাক্সে ফেলা হয়। কেবল বাসাবাড়ি নয়, অফিস আদালত থেকে শুরু করে যেকোনো দোকান বা খাবারের জায়গায়ও ডাস্টবিন থাকে। চারদিকে ছড়িয়ে না রেখে বর্জ্য যেন এক জায়গায় জমিয়ে রাখা হয় তার জন্য এটি ব্যবহার করা হয়। 

পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিনের বিকল্প কমই আছে। খেয়াল করে দেখবেন ডাস্টবিনের নির্দিষ্ট কিছু রঙ আছে। নীল, সবুজ, লাল রঙের ডাস্টবিন বেশি দেখা যায়। তবে এর মধ্যে বাসাবাড়িতে নীল আর সবুজ ডাস্টবিন থাকে। 


বিজ্ঞাপন


dustbin2

জানেন কি, একেক রঙের ডাস্টবিনের কাজ একেক রকম? আমরা প্রায়ই ময়লা আবর্জনা ভুল বিনে ফেলি। এতে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে।

মূলত আলাদা বর্জ্যের জন্য আলাদা রঙের কোড দেওয়া হয়। তবে কী রঙের ডাস্টবিনে কী বর্জ্য ফেলতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। 

dustbin3


বিজ্ঞাপন


পৃথক বর্জ্যের জন্য পৃথক রঙের বিন ব্যবহার করার পিছনে আরও একটি কারণ রয়েছে। কোন বর্জ্য আবার ব্যবহার করা যাবে অর্থাৎ রিসাইকেল করা হবে, কোন বর্জ্য পুনর্ব্যবহার প্রতিরোধ করা হবে, সেগুলো সহজে বোঝা যায় রঙের পার্থক্য থাকলে। 

সবুজ ডাস্টবিন 

ভেজা বর্জ্যের জন্য ব্যবহার করা হয় সবুজ ডাস্টবিন। পুনর্ব্যবহারযোগ্য খাদ্য বর্জ্য এই বিনে ফেলতে হয়। অর্থাৎ তরকারির খোসা, ফলের খোসা বা এজাতীয় ময়লা সবুজ রঙের ডাস্টবিনে ফেলবেন। এই বিনে থাকা বর্জ্য সাধারণত বায়োডিগ্রেডেবল বর্জ্য বা কম্পোস্টেবল উপাদান ধারণ করে।

dustbin4

নীল ডাস্টবিন 

শুকনো আবর্জনার জন্য নীল ডাস্টবিন ব্যবহার করা হয়। নীল রঙের ডাস্টবিনে কেবল পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ফেলা হয়। কার্ডবোর্ড, ম্যাগাজিন, সংবাদপত্র, টিস্যু, খাবারের টিন, কাগজ, প্লাস্টিকের বোতল, কাচের বোতল এবং জার, টেট্রা প্যাক প্যাকেজিং ইত্যাদির মতো বর্জ্যের জন্য এই রঙের ডাস্টবিন বরাদ্ধ। 

লাল ডাস্টবিন

সচারাচর এটি দেখা না গেলেও এর ব্যবহার রয়েছে। এটি বায়োডেগ্রেডেবল নয় এমন বর্জ্যের জন্য ব্যবহৃত হয়। যেই বর্জ্যগুলোর পুনর্ব্যবহার করা যায় না সেগুলোই লাল রঙের ডাস্টবিনে রাখা হয়। এতে বিপজ্জনক বর্জ্য রাখা হয়। 

dustbin5

হলুদ ডাস্টবিন 

সাধারণত হাসপাতাল, রাসায়নিক ল্যাব, ক্লিনিক, কারখানার বর্জ্য সংগ্রহ করতে এটি ব্যবহৃত হয়। এতে ফেলা বর্জ্যও বিপজ্জনক হতে পারে। এতে সূঁচ, অস্ত্রোপচারের ছুরি, বডি ফ্লুইড, কটন ড্রেসিং, পপ কাস্ট, টিস্যু, স্যানিটারি ন্যাপকিন, মেয়াদোত্তীর্ণ ট্যাবলেট, মানুষের শারীরবৃত্তীয় বর্জ্য ইত্যাদি থাকে, যা নিষ্পত্তি করা হয়। 

কমলা ডাস্টবিন

হাসপাতালের সংক্রামক বর্জ্যের জন্য কমলা রঙের ডাস্টবিন ব্যবহার করা হয়।

dustbin6

বাদামি ডাস্টবিন

বাগানের বর্জ্য রাখার জন্য এই রঙের ডাস্টবিন ব্যবহৃত হয়। গাছের পাতা, আগাছা, মাটি বা এই সংক্রান্ত ময়লা এতে ফেলতে হয়। 

আপনি কি ভিন্ন রঙের ডাস্টবিনের ব্যবহার জানতেন? সঠিক ডাস্টবিনে বর্জ্য ফেলুন, পরিবেশ সুন্দর রাখুন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর