সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ল্যাটিনা মেকআপ আসলে কী? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

ল্যাটিনা মেকআপ আসলে কী? 

টানা ভ্রু, ন্যুড লিপস্টিক, ড্রামাটিক চোখের চাহনি— এমন মেকআপের ট্রেন্ডই চলছে সোশ্যাল মিডিয়া। বিশেষ এই সজ্জা কৌশলের নাম দেওয়া হয়েছে ল্যাটিনা মেকআপ। ২০২৫ সালের শুরুতেই বিশ্বব্যাপী অসংখ্য নারী বুঁদ হয়ে রয়েছেন এই সাজে। সবাই ট্রাই করছেন ল্যাটিনা মেকআপ। কিন্তু এটি আসলে কী? 

ল্যাটিনা মেকআপ কীভাবে করতে হয়? 


বিজ্ঞাপন


ভাইরাল ল্যাটিনা মেকআপ মূলত একটি বোল্ড মেকআপ লুক। এটি তীক্ষ্ণ ভ্রু, ভাসা ভাসা চোখ, ভরাট ঠোঁট আর উজ্জ্বল চিকবোনসের ওপর ফোকাস করে। একটি স্কালপটেড ফিনিস পেতে এই মেকআপে কনট্যুর করা হয়। সব মিলিয়ে বর্তমান যুগে এই মেকআপ অত্যন্ত আকর্ষণীয়।

latina

আপনি কি ল্যাটিনা মেকআপে নিজেকে সাজাতে চাচ্ছেন। তাহলে শিখে নিন কায়দা- 

তীক্ষ্ণ ভ্রু 


বিজ্ঞাপন


একটি ভ্রু পেন্সিল দিয়ে ভ্রু পূরণ করে আঁকা শুরু করুন। আকৃতি সঠিক করতে ভ্রুর চারপাশে কনসিলার ব্যবহার করুন। এরপর, ফাউন্ডেশন লাগান এবং সুন্দরভাবে ব্লেন্ড করে নিন।

latina1

স্কাল্পটেড কনট্যুরিং

এবার সৌন্দর্য বৃদ্ধি করতে কপাল, গালের হাড় এবং নাক ব্রোঞ্জারের সাহায্যে কনট্যুর করে নিন। ব্রোঞ্জার ভালো করে ব্লেন্ড করুন। চোখের চারপাশ উজ্জ্বল ও হাইলাইট করতে চোখের নিচে হাইলাইটার লাগান।

ড্রামাটিক আই লুক 

ড্রামাটিক চোখের জন্য প্রথমে চোখের নিচের জলরেখা বরাবর এবং চোখের পাতার ক্রিজে বাদামি আইশ্যাডো লাগান। শার্প উইংডভাবে আইলাইনার লাগান এবং চোখ আরও আকর্ষণীয় দেখতে ঘন ফলস ল্যাশ পরুন। চোখের ভেতরের কোণগুলো হাইলাইট করুন।

latina2

সম্পূর্ণ ভরাট ঠোঁট

সবশেষে ঠোঁট সাজানোর পালা। এজন্য ঠোঁটের রূপরেখা এবং আকৃতি নির্ধারণ করতে একটি লিপ লাইনার ব্যবহার করুন। বিশেষ করে কিউপিডস বো ব্যবহার করে দেখতে পারেন। ল্যাটিনা মেকআপে প্রায়ই ভরাট ঠোঁট থাকে, তাই প্রয়োজন অনুযায়ী ঠোঁটের আকৃতি সামঞ্জস্য করুন। একটি ন্যুড লিপস্টিক লাগান। ঠোঁট আরও আকর্ষণীয় দেখাতে একটি গাঢ় লিপ লাইনার ব্যবহার করুন।

প্রসঙ্গত, চকচকে ব্লাশ এবং ফেদারলাগানো ভ্রুয়ের মত নানান মেকআপ মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। কিন্তু ল্যাটিনা মেকআপের ব্যাপারটা আলাদা। বলা বাহুল্য, ল্যাটিনা মেকআপ একটি আত্মবিশ্বাসের ভরপুর ব্যাডি স্টাইলে সাজিয়ে তোলে মেয়েদের।

latina3

প্রায়ই সোশ্যাল মিডিয়ায় চকচকে ব্লাশ আর ফেদার লাগানো ভ্রুয়ের মতো নানা মেকআপ ভাইরাল হয়। তবে ল্যাটিনা মেকআপ সেসব থেকে আলাদা। এর গ্ল্যামারাস স্টাইল, কনট্যুর করা গাল এবং ভরাট ভ্রু আলাদা সৌন্দর্য ফুটিয়ে তোলে। সাম্প্রতিক একাধিক ট্রেন্ডিং মেকআপের দুনিয়ায় এটি একটি বড় পরিবর্তন বলা যায়।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর