সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

স্ট্রেস মার্কস দূর করার ঘরোয়া উপায় 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:১০ এএম

শেয়ার করুন:

স্ট্রেস মার্কস দূর করার ঘরোয়া উপায় 

অতিরিক্ত ওজন বেড়ে গেলে কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় দেহে ফাটা দাগ দেখা দেয়। যাকে ইংরেজিতে স্ট্রেচ মার্কস বলা হয়। দেহের তলপেট, বাহু, পা, কোমর ইত্যাদি অংশে এই দাগ দেখা দেয়। ওজন কমালেও কিংবা সন্তান জন্ম দেওয়ার পরও এই দাগ রয়ে যায়। 

শরীরে স্ট্রেস মার্কস থাকলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। রাতারাতি এই দাগ দূর করা সম্ভব নয়। তবে কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা কাজে লাগালে ধীরে ধীরে ত্বকে ফাটা দাগ মলিন হয়। চলুন জেনে নিই বিস্তারিত- 


বিজ্ঞাপন


অ্যালোভেরা জেল

অ্যালোভেরাতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রয়েছে। ত্বকের ওপর নিয়মিত অ্যালোভেরা জেল মাখলে স্ট্রেচ মার্কস ধীরে ধীরে দূর হয়ে যায়। বিশুদ্ধ অ্যালোভেরার শাঁস নিয়ে মিনিট পাঁচেক মালিশ করুন। ২০-৩০ মিনিট রেখে এরপর ধুয়ে ফেলুন।

নারকেল তেল

ত্বকের যেকোনো সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে নারকেল তেল। একাধিক গবেষণা অনুযায়ী, নারকেল তেল ত্বকের সমস্যা কমাতে সহায়ক। খাঁটি নারকেল তেল নিয়ে ফাটা দাগের ওপর মালিশ করুন। নিয়মিত ত্বকে নারকেল তেল মালিশ করলে স্ট্রেচ মার্কসের পাশাপাশি সব ধরনের দাগছোপ দূর হয়ে যাবে।


বিজ্ঞাপন


অলিভ অয়েল

অলিভ অয়েলে রয়েছে ময়েশ্চারাইজিং উপাদান। স্ট্রেচ মার্কসের পাশাপাশি সূর্যালোকের জেরে হওয়া ত্বকের ক্ষত, চুলকানির মতো সমস্যা দূর করতেও সাহায্য করে অলিভ অয়েল। ২-৩ চামচ অলিভ অয়েল নিয়ে ত্বকের ওপর মালিশ করুন। রোজ এই কাজ করলে অনায়াসে স্ট্রেচ মার্কস দূর হবে।

চিনি

ত্বক থেকে স্ট্রেস মার্কস দূর করতে কেবল তেল মালিশ করলেই চলবে না। পাশাপাশি ত্বককে এক্সফোলিয়েট করাও জরুরি। ত্বক থেকে মৃত কোষের স্তর পরিষ্কার করতে সাহায্য করে চিনি। চিনির রসে লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ত্বকের ওপর ঘষুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ত্বক এক্সফোলিয়েট করলে মুক্তি মিলবে স্ট্রেচ মার্কস থেকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর