রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শীতের টোটকা

শীতের কাঁপন বন্ধ হবে এই মসলা মুখে নিলেই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ এএম

শেয়ার করুন:

winter tips

প্রচন্ড শীতে কাঁপছে দেশ আর দেশের মানুষ। ঠান্ডা থেকে বাঁচতে মোটা কাপড় গায়ে জড়ান বেশিরভাগ মানুষ। সঙ্গে চা, কফি সুপ খেতেও ভুল করেন না। কিন্তু এতে শীত মানে? কিছুটা মানে। তবে একটা মসলার খোঁজ দিচ্ছি। যা মুখে দিলেই শরীরে উষ্ণতা আসবে। 

শীতের ঠান্ডা থেকে মুক্তি পেতে তিনি চোখ বন্ধ করে বড় এলাচের ওপর ভরসা রাখতে পারেন। ঠান্ডায় শরীর গরম রাখতে মুখে বড় এলাচের কয়েকটি বীজ ফেলে রাখলেই অনেকটা আরাম মেলে।  কফ এবং বায়ুদোষের মধ্যে সমতা রাখতেও সাহায্য করে এই মসলাটি। ফলে যাদের চট করে ঠান্ডা লেগে যায়, তাদের জন্যও এই টোটকা ভালো।


বিজ্ঞাপন


আরও পড়ুন: এই শীতে সর্দি-কাশিতে ভুগছেন? এই পানীয়তে লুকিয়ে আছে ওষুধ

পুষ্টিবিদেরা বলছেন, বড় এলাচে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলো রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। বহু চিকিৎসকই মনে করেন, এই মসলাটির মধ্যে ‘থার্মোজেনিক’ উপাদান রয়েছে। 

spice

বড় এলাচে সিনেওল, টারপাইনিন এবং কর্পূরের মতো ‘বায়ো অ্যাক্টিভ’ উপাদান রয়েছে, যেগুলো বিপাকক্রিয়াকে উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। ফলে শরীরে স্বাভাবিক ভাবেই তাপমাত্রা বৃদ্ধি পায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শীতের সকালে কী খাবেন?

এছাড়া হজমশক্তি উন্নত করার ক্ষমতা রয়েছে বড় এলাচের মধ্যে। ২০১৫ সালে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল‌থ’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, বিপাকহার সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বড় এলাচ। 

spice

এই মসলায় রয়েছে সহজপাচ্য ফাইবার, যা স্থূলত্বের সমস্যা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। তবে পুষ্টিবিদেরা বলছেন, প্রত্যেকের শারীরিক গঠন, কার্যপ্রক্রিয়া আলাদা। তাই বড় এলাচ যে সকলের শরীরে একই রকম প্রভাব ফেলবে, এমন নয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর