রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৫ কেমন কাটবে, মিলিয়ে নিন জন্ম তারিখ অনুযায়ী

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:১০ পিএম

শেয়ার করুন:

২০২৫ কেমন কাটবে, মিলিয়ে নিন জন্ম তারিখ অনুযায়ী

প্রাপ্তি-অপ্রাপ্তি, ঘটনা আর অঘটন মিলিয়ে বিদায় নিচ্ছে ২০২৪। আগামী দিনগুলো নিয়ে এখন ভাবছে সবাই। কেমন যাবে ২০২৫? জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি, সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুযায়ী জানা সম্ভব আপনার আগামী বছরটি কেমন যাবে? এজন্য জানতে হবে জন্ম তারিখ। 

সংখ্যাতত্ত্ব অনুযায়ী, জন্ম তারিখের প্রতিটি সংখ্যা, মাস এবং বছর যোগ করলে যে সংখ্যাটি আসে, সেটিই হলো একজন ব্যক্তির মূলাঙ্ক। সংখ্যাতত্ত্ব বলছে, এই মূলাঙ্কের ওপর একজন ব্যক্তির ভালো-মন্দ নির্ভর করে।


বিজ্ঞাপন


2025-year

কীভাবে মূলাঙ্কের হিসেব করবেন? যদি মাসের ১, ১০, ১৯, ২৮ তারিখে আপনার জন্ম হয়, তাহলে আপনার মূলাঙ্ক হবে ১।

যাদের জন্ম তারিখ ১, ১০, ১৯ কিংবা ২৮ তারিখ তারা ২০২৫ সালে কর্মস্থলে কঠিন পরিশ্রমের ফল পাবেন। ইতিবাচক ইচ্ছাশক্তি কাজ করবে এই ব্যক্তিদের মনে। তবে ব্যবসায়ীদের কিছুটা সাবধান থাকতে হবে। ব্যবসায় ২০২৫ সালে বড় কোনো বিনিয়োগ না করাই ভালো। 


বিজ্ঞাপন


2025-year1

মাসের ২, ১১, ২০ ও ২৯ তারিখে যাদের জন্ম তারা ২০২৫ সালে ক্যারিয়ারে উন্নতি করবেন। এই বছরটিতে অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। তবে বিবাহিতদের সম্পর্কে কিছু জটিলতা পোহাতে হতে পারে।  

৩, ১২, ২১ ও ৩০ তারিখে জন্মগ্রহণ করেছেন এমন ব্যক্তিদের ২০২৫ সালে কিছুটা সাবধান থাকতে হবে। জরুরি কোনো কাজ আটকে যেতে পারে। এসব ব্যক্তির আধ্যাত্মিক কার্যকলাপে মনোযোগ বাড়বে। ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় ভালো ফল পাবেন। আয়ের উৎস থাকবে, তবে খরচও বাড়বে।

2025-year2

যারা ৪, ১৩, ২২, ৩১ তারিখে জন্মেছেন তাদের ২০২৫ সালে কিছু স্বপ্ন পূরণ হবে। ব্যবসায়ী ও ছাত্ররা ভালো ফল পাবেন। 

৫, ১৪, ২৩ তারিখে যাদের জন্ম ২০২৫ সালে তাদের কাছে কাজের নতুন সুযোগ আসবে। ব্যবসায়ীরা মিশ্র ফল পাবেন। আর্থিক দিক থেকে চাকরিজীবীরাও মিশ্র ফল পাবেন।

2025-year3

৬, ১৫, ২৪ তারিখে জন্ম নেওয়া ব্যক্তিরা ২০২৫ সালে পারিবারিক জীবনে সুখ পাবেন। চাকরিজীবী ও ব্যবসায়ীদের বছরটি ভালো কাটবে। ছাত্রদের জন্যও বছরটি অনুকূলে থাকবে।  

৭, ১৬, ২৫ তারিখে জন্মানো ব্যক্তিরা ২০২৫ সালে প্রচুর উন্নতির সুযোগ পাবেন। প্রেমের যোগ রয়েছে। কর্মক্ষেত্র শুভ। ছাত্রী-ছাত্রীরাও সাফল্যের মুখ দেখবে।

2025-year4

যাদের জন্য ৮, ১৭, ২৬ তারিখে তারা ২০২৫ সালে প্রেমের সম্পর্কে স্বস্তি পাবেন। তবে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। কর্মক্ষেত্রে বছরটি ভালো কাটবে। সাফল্যের আশা করতে পারেন। 

৯, ১৮, ২৭ তারিখে জন্মানো ব্যক্তিদের জন্য ২০২৫ সাল নতুন কিছু নিয়ে আসতে পারে। বছরের শুরুর দিক ভালো কাটবে। তবে খরচে রাশ টানতে পারলে ভালো। এই বছর সঙ্গীর সমর্থন মিলবে। 

এনএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর