শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শীতের ফ্যাশন, আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পরুন এই ৫ পোশাক

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

শীতের ফ্যাশন, আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পরতে পারেন এই ৫ পোশাক

পোশাক নিয়ে যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তাদের অন্যতম প্রিয় ঋতু শীত। শাল, সোয়েটার, মাফলার, ওভারকোট, জ্যাকেট, মাঙ্কিক্যাপ কিংবা কার্ডিগানে সেজে ওঠার উৎকৃষ্ট সময় এটি। যেহেতু পোশাকের নিচে চাপা পড়ে যায় স্টাইলিশ সব জামাকাপড় তাই শীতের পোশাক হওয়া চাই ফ্যাশনেবল। 

শীতে যেহেতু গায়ের পোশাক তেমন একটা নজর কাড়ে না তাই শীতের পোশাকেই রাখুন ফ্যাশনের ছোঁয়া। তাতেই পিকনিক, ট্যুর, পার্টি, গেট টুগেদার কিংবা অন্য যেকোনো আয়োজনে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনি। শীতের ট্রেন্ডি কিছু পোশাক সম্পর্কে চলুন জেনে নিই-


বিজ্ঞাপন


mini_dress

উলে বোনা মিনি ড্রেস

উলে বোনা সোয়াটার তো সবসময় পরেই থাকেন, এবারের শীতে বরং পরতে পারেন উলে বোনা মিনি ড্রেস। কাপড়ের পোশাকের মতো হুবহু দেখতে এই পোশাকগুলো সুতার পরিবর্তে বোনা হয় উল দিয়ে। হালকা বা গাঢ় যে কোনো রঙের উল দিয়ে তৈরি মিনি ড্রেস কিন্তু আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণ। পছন্দের রঙের উলের ড্রেসের সঙ্গে পরে ফেলতে পারেন কনট্রাস্টিং রঙের ট্রেঞ্চ কোট। সঙ্গে পায়ে মানাবে অ্যাঙ্কেল বুট জুতা।

midi_dress


বিজ্ঞাপন


মিডি ড্রেস

ছোট পোশাকে যারা সাবলীল নন তারা ফ্যাশনে ইন থাকতে বেছে নিতে পারেন উলে বোনা মিডি ড্রেস। নরম উল দিয়ে বোনা এই পোশাক সন্ধ্যা কিংবা রাতের যেকোনো অনুষ্ঠানের জন্য এক্কেবারে পার্ফেক্ট। শুধু কোমরে একটি বেল্ট এবং ফেল্টের লম্বা কোট পরে নিলেই সাজ পরিপূর্ণ হয়ে যাবে। 

high_neck

হাই নেক উইন্টার ড্রেস

শীতে হাইনেকের যেকোনো পোশাকই ভালো মানায়। হোক তা সোয়েটার কিংবা টপ। এমনকী হাইনেক টপ বা ব্লাউজের সঙ্গে শাড়ি পরলেও বেশ মানায়। আবার হাইনেক সোয়েটারের সঙ্গে ডেনিম বা মিডি স্কার্টও দারুণ ভালো লাগে। চাইলে এর উপরে হাতকাটা জ্যাকেট কিংবা ডিজাইনার মাফলার জড়িয়ে নিতে পারেন। 

ruffel

উলে বোনা রাফেল মিডি

রাফেল মিডি ড্রেস পরে পার্টিতে তো মাঝেমধ্যেই যাওয়া হয়। এইবার সেই পোশাকটিই পরে ফেলুন উলে বুনে। না না, নিজে বোনার প্রয়োজন নেই। শপিং মলেই পেয়ে যাবে উলে বোনা রাফেল মিডি। সঙ্গে পরুন হাঁটু অব্দি বুট জুতা। মানাবে ভালো। 

bodycon

স্ট্রাইপড বডিকন

ডোরাকাটা বডিকন ড্রেস এখন বেশ ট্রেন্ডিং। শীতেও সেই ট্রেন্ড মানুন। খালি সুতার বদলে উলে বোনা ডোরাকাটা বডিকন ড্রেস পরুন। লম্বালম্বি বা তির্যক ডোরাকাটা উলের পোশাকের চাহিদাই আজকাল বেশি দেখা যায়। ডিনার ডেট বা সন্ধ্যায় বেড়াতে যাওয়ার জন্য একদম পারফেক্ট এই পোশাক।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর