শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডার্ক সার্কেল কেন হয়? দূর করতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

ডার্ক সার্কেল কেন হয়? দূর করতে করণীয়

চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল পড়া অনেকের ক্ষেত্রেই সাধারণ ব্যাপার। বর্তমানে অসংখ্য মানুষ এই সমস্যায় ভোগেন। চোখের নিচে কালচে দাগ থাকলে সব সৌন্দর্যই মলিন হয়ে যায়। ডার্ক সার্কেল হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। সঠিক কারণ জানা থাকলে এই সমস্যা সমাধান করা যায় সহজে। 

ডার্ক সার্কেল নিরাময় করা খুবই কঠিন। অনেক সময় এটি কিছু রোগের ইঙ্গিত দেয়। তাই এই সমস্যাকে এড়িয়ে চলা উচিত নয়। 


বিজ্ঞাপন


dark-circle1

ডার্ক সার্কেল কেন হয়? 

অ্যালার্জি

শরীরের যেকোনো ধরনের অ্যালার্জি প্রদাহের দিকে নিয়ে যায়। অনেকসময় অ্যালার্জির কারণে চোখের নীচের রক্তনালীগুলি প্রসারিত হয়। ফলে চোখের নিচে কালো দাগ পড়তে শুরু করে।


বিজ্ঞাপন


জেনেটিক

অনেকক্ষেত্রে জেনেটিক কারণে কারো কারো ডার্ক সার্কেল হয়। এসব মানুষের ত্বক খুব পাতলা এবং হাইপার পিগমেন্টেড হয়ে থাকে। 

dark_circle2

ডিহাইড্রেশন

শরীর যখন ডিহাইড্রেটেড হয় পড়ে তখন ত্বক স্বয়ংক্রিয়ভাবে নিস্তেজ হতে শুরু করে। ফলে ডার্ক সার্কেলের দাগ বেশি দেখা যায়।

ঘুমের অভাব

ক্লান্তির কারণে অনেকসময় ত্বক খুব নিস্তেজ দেখাতে শুরু করে। ফলে ত্বকের নিচের কালো টিস্যু এবং রক্তনালিগুলো দৃশ্যমান হয়। আর তাই চোখের নিচের অংশ কালো দেখায়।

dark_circle3 

বার্ধক্য

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চোখের চারপাশের ত্বক পাতলা হতে শুরু করে। ফলে রক্তনালিগুলো আরও দৃশ্যমান হয়। 

ডার্ক সার্কেলের চিকিৎসা করাতে প্রথমে এর পেছনের কারণ খুঁজে বের করুন। সেই অনুযায়ী প্রতিকার করুন। 

dark_circle4

ডার্ক সার্কেল দূর করতে করণীয় 

ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে পর্যাপ্ত ঘুম জরুরি। প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ডার্ক সার্কেলের সমস্যা এড়াতে ঘর থেকে বের হওয়ার সময় সানস্ক্রিন লোশন ব্যবহার করা জরুরি। এছাড়া ডিহাইড্রেশনের কারণে ডার্ক সার্কেল বেশি দেখা যায়। তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। পাশাপাশি চোখ ঠান্ডা রাখার চেষ্টা করুন। ঠান্ডা পানির কম্প্রেস বা ঠান্ডা শসার টুকরোও লাগাতে পারেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর