শরীরে লোমের ঘনত্ব সবার এক রকম হয়। স্বাভাবিকভাবে নারীদের দেহে হালকা লোম হয়। তবে কিছু স্বাস্থ্য জটিলতা থাকলে তাদেরও ঘন লোম হতে পারে। ঠোঁটের ওপর, দুই গালে রোম বা লোমের ঘন রেখা থাকলে অনেকেই বাইরে বের হতে অস্বস্তি বোধ করেন।
এই সমস্যা সমাধানে কেউ প্রতি মাসে পার্লারে গিয়ে ওয়াক্স করান। কেউবার সাহায্য নেন থ্রেডিং এর। অনেকে আবার ত্বকের ক্ষতি হবে জেনেও রেজার ব্যবহার করেন। মুখের অবাঞ্ছিত লোম টেনে তুলতে গেলে নাকের পানি, চোখের পানিতে একাকার হতে হয়। চাইলে এত কষ্ট না করে কিছু ঘরোয়া উপাদানে এই সমস্যা সমাধান করা সম্ভব।
বিজ্ঞাপন

হলুদ, দুধ ও চালের গুঁড়ার ফেসপ্যাক
অবাঞ্ছিত লোম তুলে ফেলতে একটি বাটিতে চার টেবিল চামচ বেসন, এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ ক্রিম এবং দুই-তিন চা চামচ দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত সব উপকরণ ভালোভাবে মেশান। মুখে লাগিয়ে কিছুক্ষণ শুকোতে দিন। শুকিয়ে গেলে অবাঞ্ছিত লোমের বৃদ্ধির বিপরীত দিকে টেনে নিন। প্রক্রিয়াটি দুই বা তিন বার পুনরাবৃত্তি করলে ফলাফল দেখতে পাবেন। নিয়মিত এই প্যাক ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল।
ডিমের ফেসপ্যাক
বিজ্ঞাপন
ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিন। এবার এর সঙ্গে এক চা চামচ কর্নস্টার্চ এবং এক চা চামচ চিনি মেশান। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত মেশাতে থাকুন। এবার এটি আপনার মুখে আলতো করে লাগান। অন্তত আধ ঘণ্টা অপেক্ষা করুন। মিশ্রণটি মুখে শুকিয়ে গেলে একবারে টেনে তুলে দিন। এই ফেসপ্যাক ব্যবহারে শুধু অবাঞ্ছিত লোমই উঠে যাবে না, মুখের ত্বকের মৃত কোষও উঠে যাবে।

কলার ফেসপ্যাক
অর্ধেকটা কলা নিয়ে ভালো করে চটকিয়ে নিন। চটকানো কলার সঙ্গে দুই টেবিল চামচ ওটস যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন। এবার মুখে মিশ্রণটি আলতোভাবে মালিশ করুন। ৩-৪ মিনিট স্ক্রাব করার পর, মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য এটি সবচেয়ে ভালো উপায়। মুখের লোম দূর করার পাশাপাশি এটি ত্বকে অত্যাবশ্যক ভিটামিন ও খনিজের যোগান দেবে।
মুখের রোম যদি খুব ঘন হয়, তাহলে অবশ্য এক দিনেই তা পুরোপুরি পরিষ্কার হবে না। এছাড়া ঘরোয়া উপায়ের উপর ভরসা রাখতে চাইলে একটু ধৈর্য রাখতে হবে। নিয়মিত ব্যবহার করুন, ফল পাবেন।
এনএম

