সাধ আছে কিন্তু সাধ্য নেই। বেশিরভাগ মধ্যবিত্তের গল্পটা এমন। আর এমন পরিস্থিতিতে ভালো বন্ধু হতে পারে ক্রেডিট কার্ড। শখের জিনিস কিনে মাস শেষে অল্প অল্প করে পরিশোধ করার এই সুযোগ লুফে নিতে চান বেশিরভাগ মানুষ।
তবে এই ক্রেডিট কার্ড ব্যবহারে সজাগ দৃষ্টি রাখা চাই। নয়তো সামান্য ভুলেই হতে পারে বড়সড় ক্ষতি। ক্রেডিট কার্ড ব্যবহারের সময় কী কী নিয়ম মেনে চলা উচিত, চলুন জেনে নিই-
বিজ্ঞাপন

পিন নম্বর গোপন রাখুন
ক্রেডিট কার্ডের পিন, সিভিভি, কার্ডের নম্বর গোপন রাখুন। ভুলেও তা কারো সঙ্গে শেয়ার করবেন না। ব্যাঙ্কের নাম করে কিংবা অজানা কোনো নম্বর থেকে ফোন করে কার্ড সম্পর্কে কোনো তথ্য চাইলে কখনোই দেবেন না। প্রয়োজনে এই নম্বর থানায় জানিয়ে অভিযোগ করুন।
সহজলভ্য নেটওয়ার্ক ব্যবহার নয়
বিজ্ঞাপন
ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করার সময়ে সহজলভ্য কোনো নেটওয়ার্ক ব্যবহার করবেন না। বাইরে কোথাও ওয়াইফাই জোনে কার্ড ব্যবহার করলেই বিপদে পড়তে পারেন।

সময়মতো বিল পরিশোধ করুন
অনেকেই ক্রেডিট কার্ডে বাকি থাকা বিল সময়মতো মেটান না। মাসের পর মাস ফেলে রাখেন। ফলে অজান্তে কাঁধের ওপর চাপতে থাকে বাড়তি ঋণের বোঝা। প্রতিটি ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই টাকা জমা দেওয়ার একটি নির্দিষ্ট তারিখ থাকে। তা অতিক্রম করলে অতিরিক্ত হারে জরিমানা করা হয়। তাই যত দ্রুত সম্ভব বকেয়া বিল পরিশোধ করুন।
সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে জেনে নিন
যে ব্যাংকের কার্ড নিচ্ছেন তার সুরক্ষা ব্যবস্থা কেমন তা জেনে নিন। কিছু ব্যাংক তাদের ক্রেডিট কার্ডে বাড়তি সুরক্ষা দেয়। কার্ড নেওয়ার আগেই ভালো করে খুঁটিনাটি জেনে নিন। এতে ভবিষ্যতে ঝামেলা কম হবে।

অটো ডেবিট
প্রত্যেক ব্যাংক ক্রেডিট কার্ডের সঙ্গে অটো ডেবিটের বিকল্প দেয়। অর্থাৎ, একটি নির্দিষ্ট দিনে ব্যাংক নিজে থেকেই ক্রেডিট কার্ডের বকেয়া টাকা শোধ করে দেয়। এতে দুটি সুবিধা রয়েছে। অনেকক্ষেত্রেই ক্রেডিট কার্ডের বিল মেটাতে ভুলে যান অনেকেই। অটো ডেবিট হয়ে থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
সাইবার ক্যাফেতে ক্রেডিট কার্ড নয়
সাইবার কাফেতে গিয়ে কখনোই ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। অন্য কারো ডিভাইস থেকেও নয়। কেবল নিজের ব্যক্তিগত ল্যাপটপ, কম্পিউটার বা ট্যাব থেকেই ক্রেডিট কার্ডে লেনদেন করুন। এতে ক্রেডিট কার্ড সুরক্ষিত থাকবে।

ক্রেডিট কার্ড ব্যবহারের আগে নিজের সীমা বুঝে নিন। কত টাকা ধার নিচ্ছেন, তা সময়মতো ফেরত দিতে পারবেন কিনা তা আগেই ভেবে নিন। প্রতিটি ব্যাংকই ক্রেডিট কার্ডে নির্দিষ্ট একটি অঙ্কের বিনিময়ে ৩ মাস, ৬ মাস বা ১ বছরের ইএমআই নিতে দেয়। বাড়তি সুদ যদি না গুনতে চান, তাহলে এমন পদ্ধতি কাজে লাগাতে পারেন।
এনএম

