রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মশা তাড়াবে কলা, জানতে হবে কায়দা 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ০১:০১ পিএম

শেয়ার করুন:

মশা তাড়াবে কলা, জানতে হবে কায়দা 

মশার প্রকোপ বেড়েই চলেছে। সেসঙ্গে বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা। এমন পরিস্থিতিতে কীভাবে মশা থেকে বাঁচা যায় সেই উপায় খুঁজছেন সবাই। বাজারে মশা তাড়ানোর স্প্রে, কয়েল পাওয়া যায়। কিন্তু এসবে থাকে বিপজ্জনক রাসায়নিক যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 

এক্ষেত্রে প্রাকৃতিক প্রতিকার অবলম্বন করতে পারেন। তাতে মশা দূর হবে, বিপদও হবে না। কলা দিয়ে কিন্তু মশা তাড়ানো যায়। কীভাবে? চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


banana

ঘরের কোণে কলার খোসা 

কলার খোসা মশা তাড়াতে অনেক সাহায্য করে। এজন্য বেশি ঝক্কি পোহানোর দরকার নেই। ঘুমাতে যাওয়ার ঘণ্টাখানেক আগে ঘরের চার কোণায় কলার খোসা রাখুন। এই খোসা থেকে নির্গত গন্ধ মশা তাড়াতে সাহায্য করবে। বাড়িতে শিশু বা হাঁপানি রোগী থাকলে রাসায়নিক মিশ্রিত পণ্য ব্যবহার না করে এই ট্রিকসটি কাজে লাগিয়ে দেখতে পারেন। 

কলার খোসার পেস্ট 


বিজ্ঞাপন


বাড়ির কোনো অংশে যদি খুব বেশি মশার উৎপাত থাকে তাহলে সেখান থেকে মশা তাড়াতে কলার খোসার পেস্টও ব্যবহার করতে পারেন। এজন্য কলার খোসা নিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্ট সেই স্থানে লাগিয়ে নিন যেখানে মশার উপদ্রব বেশি। এর গন্ধ মশা অনেক কমিয়ে দেবে। 

banana1

কলার খোসা পোড়া

মশার যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি পেতে চাইলে কলার খোসা পোড়াও ব্যবহার করতে পারেন। কারণ কলার খোসা পোড়ালে তা থেকে নির্গত গন্ধ খুবই অদ্ভুত। এই গন্ধ মশা একদমই সহ্য করতে পারে না। তবে কলার খোসা পোড়ানোর সময় সতর্ক থাকুন। আর এটি অল্প সময়ের জন্যই ঘরে রাখুন। কেননা এই পোড়া গন্ধ অনেকের অস্বস্তির কারণও হয়। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর