কারো আক্কেল থাকুক আর না থাকুক, মাড়ি ফুঁড়ে আক্কেল দাঁত উঠলে যন্ত্রণার আর শেষ থাকে না। আক্কেল দাঁতের ব্যথা যে কতটা কষ্টদায়ক তা ভুক্তভোগী ছাড়া অন্য কেউ পুরোপুরি বুঝবেও না। কষ্টদায়ক এই ব্যথার কারণে কথা বলা, খাবার খাওয়া সবই কঠিন হয়ে পড়ে।
কিছু ঘরোয়া উপায়ে এই ব্যথা থেকে স্বস্তি পাওয়া সম্ভব। কী সেগুলো? চলুন জেনে নিই-
বিজ্ঞাপন

লবণ পানি
হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করতে পারেন। এতে দাঁতের গোড়ায় থাকা ব্যাকটেরিয়ার পরিমাণ কমবে। ফলে যেখানে আক্কেল দাঁত উঠছে, সেই জায়গায় কোনো সংক্রমণ থাকলে, তা কমবে। এছাড়া এতে মাড়ি ব্যথাও কিছুটা কমবে।
লবঙ্গ
বিজ্ঞাপন
দাঁতের ব্যথায় লবঙ্গ খুবই কার্যকর। মুখের মধ্যে ব্যথার এলাকায় একটি লবঙ্গ দাঁত দিয়ে চেপে রাখুন। এতে লবঙ্গের রস আক্রান্ত জায়গাটিতে মিশবে। ফলে সেখানকার সংক্রামক ব্যাকটেরিয়ার মৃত্যু তো হবেই, সেসঙ্গে কমবে ব্যথাও।

ঠান্ডা-গরম সেঁক
ঘুরিয়ে-ফিরিয়ে ঠান্ডা-গরম সেঁক দিন বাইরে থেকে। একটি তোয়ালেতে বরফ নিয়ে ঠান্ডা সেঁক দিলে ব্যথা কমবে। অন্যদিকে গরম সেঁক দিলে রক্ত চলাচল বাড়বে। ফলে ব্যথা কমবে দ্রুত।
ঘরোয়া টোটকায়ও ব্যথা না কমলে একজন দন্ত চিকিৎসকের পরামর্শ নিন। তিনি আপনাকে প্রয়োজনীয় ওষুধের পরামর্শ দেবেন।
এনএম

