ঘরোয়া কাজ মানেই পানির ব্যবহার। ধোয়া মোছা থেকে শুরু করে প্রায় সব ঘরোয়া কাজেই হাতে পানি লাগাতে হয়। বেশ কিছুক্ষণ পানির কাজ করার পর খেয়াল করে দেখবেন দুই হাতের তালু একটু অন্যরকম লাগছে। কারণ দীর্ঘসময় পানি ঘাঁটলে হাতের চামড়া কুঁচকে যায়। আঙুলের মাথার দিকের চামড়াও গুটিয়ে যায়।
সামনেই শীতকাল। এসময়ই এমনটা সবচেয়ে বেশি হয়। তবে অনেকের ক্ষেত্রে বছরের যেকোনো সময় বেশিক্ষণ পানি ঘাঁটলেই চামড়া কুঁচকে যায়। কখনো কি ভেবেছেন, কেন এমনটা হয়? চলুন আজ কারণটা জেনে নিই-
বিজ্ঞাপন

চিকিৎসকের মতে, চামড়ার উপরিভাগে সিবাম নামক একটি তৈলাক্ত পদার্থ রয়েছে। এই সিবামের কাজ হলো চামড়া সুরক্ষিত রাখা। ত্বকের আর্দ্রতা বজায় রাখা। এটি ত্বককে অত্যধিক শুষ্ক এবং রুক্ষ হয়ে যাওয়া থেকে রক্ষা করে। এই সিবামের কারণেই চামড়া কুঁচকে যায়।
কেবল হাতের নয়, অতিরিক্ত পানি ঘাঁটলে পায়ের ত্বকও কুঁচকে যায়। তবে কিছুক্ষণ পরই আবার তা স্বাভাবিক হয়ে যায়।

বিজ্ঞাপন
পানি ঘাঁটার পর এমন হাত-পা কুঁচকে যাওয়ার সমস্যায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ভাবেন যে কোনো শারীরিক সমস্যার কারণে এমনটা হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, আঙুলের চামড়া কুঁচকে যাওয়া একটি স্নায়বিক প্রতিক্রিয়ারই অংশ। হাত বা পায়ের স্নায়ু সচল না থাকলে এমন হয় না। বরং স্নায়ুজনিত কোনো সমস্যা থাকলেই এই স্বাভাবিক প্রতিক্রিয়া থাকে না।
অর্থাৎ কোনো কারণে যদি স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেক্ষেত্রে পানির সংস্পর্শে আসার ফলেও তেমন কোনো পরিবর্তন চোখে পড়ে না। তাই পানি ঘাঁটার কারণে যদি চামড়া কুঁচকে যায় তা নিয়ে মোটেও ভয় পাবেন না। এটি অত্যন্ত স্বাভাবিক।
এনএম

