সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

এই ৬ অভ্যাসে ধীরে ধীরে ক্ষতি হচ্ছে কিডনির

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

loading/img

দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি। শরীরের যাবতীয় টক্সিন বের করে দেওয়ার কাজ করে এটি। কিডনি ভালো না থাকলে শরীরের নানা সমস্যা দেখা দেয়। 

বয়সের সঙ্গে বাড়ে কিডনিজনিত সমস্যা। কিন্তু সুস্থ থাকতে অবশ্যই এই অঙ্গটি ভালো রাখা জরুরি। রোজকার কিছু অভ্যাসে কিডনির ক্ষতি হয়। কিডনি বিগড়ে যাওয়ার পেছনে মূলত ৬টি কারণ রয়েছে। কী সেগুলো? চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


water

পর্যাপ্ত পানি পান না করা

পর্যাপ্ত পানি পান না করার অভ্যাস কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অভ্যাসের কারণে কিডনিতে দূষিত পদার্থ জমতে থাকে। এগুলো কিডনির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যা ভবিষ্যতে কিডনির বড় সমস্যা সৃষ্টি করে। 

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা


বিজ্ঞাপন


যারা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকেন, তাদের ক্যানসার থেকে হার্ট অ্যাটাকের মতো সমস্যার আশঙ্কা বেশি থাকে। পাশাপাশি বাড়ে কিডনির সমস্যার আশঙ্কাও। দীর্ঘক্ষণ বসে না থেকে মাঝেমধ্যে হাঁটাচলা করুন। 

food

জাংক ফুড খাওয়া

জাংক ফুডে রয়েছে প্রচুর সোডিয়াম ও ফসফরাস। দীর্ঘদিন ধরে এসব খাবার খেতে থাকলে অবশ্যই কিডনির ক্ষতি হয়। তাই কিডনি ভালো রাখতে চাইলে, জাংক ফুড খাওয়ার অভ্যাস ছাড়ুন।  

মদ্যপান

কিডনির সমস্যার জন্য মারাত্মক পরিমাণে দায়ী এটি। যারা নিয়মিত মদ্যপান করেন, তাদের অল্প বয়স থেকেই কিডনির ক্ষতি হতে শুরু করে। তাই কিডনি ভালো রাখতে এই অভ্যাসে রাশ টানুন।  

sleep

ঠিক মতো ঘুম না হওয়া

অনিদ্রা শরীরের নানা রোগের জন্য দায়ী। ঠিকমতো ঘুম বা বিশ্রাম না হলে ক্ষতি হয় কিডনির। তাই কিডনি ভালো রাখতে চাইলে প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। 

অতিরিক্ত মিষ্টি খাওয়া

মিষ্টি কি কিডনির ক্ষতি করে? অবশ্যই করে। এমনটাই বলছে বিজ্ঞান। বিশেষ করে কৃত্রিম চিনি বড় বিপদ ডেকে আনতে পারে কিডনির জন্য। তাই এখনই সতর্ক হোন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন