সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ঢাকা

বেড়েই চলেছে দাম, কীভাবে যত্ন নিলে ভালো থাকবে সোনা 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

স্বর্ণের দাম বেড়েই চলেছে। আগামীতে যা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই অনেকেই ভবিষ্যতের কথা ভেবে স্বর্ণ কিনে রাখছেন। সংগ্রহে থাকা সোনারও সঠিক যত্ন চাই। তাহলে বহু বছর পরও তা ভালো থাকবে। 

কীভাবে সোনার গয়নার যত্নে নেবেন, চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


gold1

প্রতিটি গয়নাই রাখুন আলাদা 

সোনা খুব নরম ধাতু, তাই একটু বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। একটির সঙ্গে আরও একটি গয়না মিলিয়ে রাখবেন না। এমনটি ছোট্ট নাকফুলও আলাদা রাখুন। নয়তো নরম স্বর্ণে ঘষা লাগতে পারে। যার কারণে স্বর্ণ ক্ষয়েও যেতে পারে। প্রতিটি গয়নার জন্য ছোট্ট ব্যাগ বা বাক্স ব্যবহার করুন। 

আর্দ্রতা থেকে দূরে রাখুন 


বিজ্ঞাপন


স্যাঁতসেঁতে জায়গা সোনার জন্য ক্ষতিকর। আর্দ্রতা সোনার ঔজ্জ্বল্য কেড়ে নেয়। স্যাঁতসেঁতে বা আর্দ্র জায়গায় থাকলে সোনার ক্ষয়ও হয় দ্রুত। তাই সোনার গয়না সবসময় শুষ্ক জায়গায় রাখতে হবে। এমন জায়গা বেছে নিন যেখানে আর্দ্রতা কম, তাপমাত্রাও খুব বেশি নয়। স্বর্ণ ভালো রাখতে সিলিকা জেলের প্যাকেটও ব্যবহার করতে পারেন। এটি বাড়তি আর্দ্রতা শুষে নেয়। 

gold2

বাক্স নয়, ব্যাগ ব্যবহার করুন 

শক্তপোক্ত বাক্সে অনেকে সোনার গয়না রাখেন। এটি না করে নরম কাপড় বা ভেলভেটের ব্যাগ ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন সোনার কারিগররা। এতে স্বর্ণ দীর্ঘদিন ভালো থাকবে। 

নিয়মিত পরিষ্কার করুন 

ধুলো পড়ে নষ্ট হতে পারে সোনার ঔজ্জ্বল্য। দীর্ঘদিনের জমা ময়লা পরিষ্কার করতে গিয়ে ক্ষয় হতে পারে। তাই এমনভাবে সোনার গয়না রাখুন যেন ধুলোবালি না পড়ে। নিয়ম করে নরম কাপড় দিয়ে সোনার গয়না পরিষ্কার করুন।

gold3

রূপার গয়না থেকে আলাদা রাখুন

সোনার ক্ষয় কম হয়। তবে অন্য ধাতুর সঙ্গে রাখলে স্বভাব বদলাতেও পারে। সোনার কারিগররা মনে করেন, রূপার গয়নার সঙ্গেও সোনার গয়না রাখা উচিত নয়। তারা এই ধাতুটিকে আলাদা রাখার পরামর্শ দেন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর