রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেকআপ রিমুভার শেষ? কাজে লাগান এসব উপাদান

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

মেকআপ রিমুভার শেষ? কাজে লাগান এসব উপাদান

নিজেকে একটু বেশি সুন্দর বা আকর্ষণীয় দেখাতে বিশেষ দিনগুলোতে অনেক নারীই মেকআপ করে থাকেন। দিনশেষে এই মেকআপ ত্বক থেকে খুব ভালোভাবে তুলতে হয়। নয়তো ব্রণ, র‍্যাশ, চুলকানিসহ ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। মেকআপ তোলার জন্য কেবল ফেসওয়াশ যথেষ্ট নয়। 

ত্বকে জমে থাকা তেল, ধুলোময়লা ভালো করে পরিষ্কার করতে মুখ ধোয়ার আগে মেকআপ রিমুভার ব্যবহার করা জরুরি। কাজ বা পার্টি থেকে ফিরতে যতই দেরি হোক, এই কাজটি করা ছাড়া ঘুমানো চলবে না। কিন্তু হঠাৎ যদি মেকআপ রিমুভার শেষ হয়ে যায় তাহলে উপায়? 


বিজ্ঞাপন


makeup2

হাতের কাছে থাকা কয়েকটি জিনিস দিয়ে কাজটি করতে পারেন। জেনে নিন মেকআপ রিমুভারের বিকল্প হিসেবে কী ব্যবহার করবেন- 

নারকেল তেল

ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় তাহলে মেকআপ তুলতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এটি ত্বকের কোনো ক্ষতি করবে না। বরং আর্দ্রতা বাড়াবে। ১ চা চামচ নারকেল তেল, ২ চা চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। ত্বকে মেখে ২-৩ মিনিট অপেক্ষা করুন। ঈষদুষ্ণ পানিতে নরম সুতির কাপড় ভিজিয়ে মেকআপ তুলে ফেলুন।


বিজ্ঞাপন


makeup3 

দুধ

খাদ্য হিসেবে যেমন ভালো, মেকআপ তোলার জন্যও তেমন ভালো একটি উপাদান দুধ। ভালো ফল পেতে আধা কাপ দুধের সঙ্গে এক চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণের সাহায্যে মেকআপ তুলুন। দুধে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ডি, বি১২, বি৬, বায়োটিন, পটাশিয়াম ও ক্যালশিয়াম, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখবে। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করবে উপাদানটি। 

মধু

ময়েশ্চারাইজার হিসেবে দারুণ কাজ করে মধু। এই উপাদানটির অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণও রয়েছে। মেকআপ তুলতে মধু ব্যবহার করতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা যেমন বজায় থাকবে, তেমনই ব্রণ, র‌্যাশের সমস্যাও কমবে। 

makeup4

১ চা চামচ মধুর সঙ্গে ১ চা চামচ পানি ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ মুখে মেখে ৫ থেকে ১০ মিনিট পর ঈষদুষ্ণ পানিতে নরম কাপড় ভিজিয়ে মেকআপ তুলে ফেলুন।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর