শরীরের অন্যান্য অঙ্গের যত্ন নেওয়া হলেও ঘাড় থেকে যায় অবহেলায়। গোসলের সময় হাত, পা বা মুখ পরিষ্কার করা হলেও এই অংশটিকে তেমন নজর দেওয়া হয় না। আর তাই ঘাড়ের কালো দাগছোপ নিয়ে অস্বস্তিতে থাকেন অনেকেই।
ঘাড়ে কালো দাগ হয় কেন? সাধারণত ঘাম জমেই এমন কালচে দাগছোপ হয়। অনেকে ঘাড়ের কালো দাগ দূর করে ক্রিম, সিরাম ইত্যাদি ব্যবহার করেন। তবে রাসায়নিক মিশ্রত এসব পণ্য ব্যবহার না করে ঘরোয়া উপায়ে ভরসা রাখতে পারেন।
বিজ্ঞাপন
ঘাড়ের কালো দাগ কীভাবে দূর করবেন? চলুন তার উপায় জেনে নিই-

বেসনের প্যাক
ত্বকের কালচে ছোপ দূর করতে সাহায্য করে বেসন। একটি ছোট পাত্রে বেসন, একচিমটি হলুদ, কয়েক ফোঁটা লেবুর রস এবং পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ঘাড়, গলার কালচে ছোপযুক্ত অংশে মাখুন। আধা ঘণ্টা অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই-তিন দিন এই টোটকা মেনে চলুন। কালচে দাগছোপ দূর হয়ে যাবে ধীরে ধীরে।
বিজ্ঞাপন
বেকিং সোডা
রান্নাঘরের জনপ্রিয় একটি উপাদান বেকিং সোডা। কেক বানাতে তো বটেই, রূপচর্চাতেও এর জুড়ি মেলা ভার। ঘাড়ের কালো দাগছোপ দূর করতে পারে বেকিং সোডা। তিন থেকে চার চামচ বেকিং সোডা অল্প পানিতে গুলে একটি থকথকে মিশ্রণ বানিয়ে নিন। এরপর এই মিশ্রণটির প্রলেপ ঘাড়ে লাগিয়ে নিন। সপ্তাহ কয়েকদিন ব্যবহারে ঘাড়ের দাগছোপ দূর হবে। তবে এই মিশ্রণ ব্যবহারের পর ঘাড়ে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।

অ্যালোভেরা জেল
ঘাড়ের কালো দাগ সহজে যেতেই চায় না। তবে অ্যালোভেরা ব্যবহারে এই দাগ দূর করতে পারবেন। অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্টের মতো উপাদান। এটি দাগ তুলতে সাহায্য করে। অ্যালোভেরার শাঁস নিয়ে ঘাড়ে ভালো করে মালিশ করে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করলে ঘাড়ের কালো দাগ দূর হবে।
এনএম

