মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোদে ঘুরে হাতে কালচে ভাব? দূর করবেন যেভাবে 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

রোদে ঘুরে হাতে কালচে ভাব? দূর করবেন যেভাবে 

আবহাওয়া বড্ড বাউন্ডুলে আচরণ করছে কদিন ধরে। এই হালকা শীত আবার এই ভ্যাপসা গরম। চড়া রোদে বের হলে আর কিছু হোক না হোক হাতে ট্যান পড়েই। এই ট্যান বা পোড়াভাব দূর করতে অনেকেই ফেশিয়াল কিট ব্যবহার করেন। ভরসা রাখেন নানা ধরনের প্রসাধনীতে। 

কিন্তু এসব পণ্য ব্যবহার না করে ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন। এতে বেশি উপকার মিলবে। ট্যান দূর করতে কী কী প্যাক ব্যবহার করবেন চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


tan2

হলুদ-দুধের প্যাক

একটি পাত্রে ২ চা চামচ হলুদের সঙ্গে ২ চামচ দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ দুই হাতে ভালো করে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার পানিতে হাত ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। হলুদে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান ত্বকের দাগছোপ দূর করবে। ত্বকে র‌্যাশ বা ফুসকুড়ির সমস্যা থাকলে তা-ও দূর করবে। 

লেবুর রস-চিনির স্ক্রাব


বিজ্ঞাপন


লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট। এতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা ত্বকের র‌্যাশ, জ্বালাভাব দূর করতে পারে। ট্যান তোলার জন্য এক চামচ পাতিলেবুর রসের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে নিন। সেই মিশ্রণ ভালো করে দুই হাতে মেখে নিন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

cucumber

শসা-দইয়ের প্যাক

শসা অর্ধেকটা কেটে কুচি করে নিন। ব্লেন্ডারে ভালো করে পিষে তার সঙ্গে এক চা চামচ দই মিশিয়ে সেই মিশ্রণ ভালো করে দু’হাতে লাগিয়ে ১০ মিনিট রাখুন। এরপর ধুয়ে নিন। শসা ও দইয়ের মিশ্রণ দ্রুত ত্বকের কালচে দাগছোপ দূর করবে। 

ওটস-মধু-দইয়ের প্যাক

ওটস খুব ভালো প্রাকৃতিক স্ক্রাবার। এটি ত্বকের মৃত কোষ তুলে দিতে পারে। ২ চা চামচ ওটমিলের সঙ্গে এক চামচ দই আর এক চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ হাতে ভালো করে মালিশ করে নিন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’বার এই প্যাক ব্যবহার করলে হাতের কালচে ভাব দ্রুত উঠে যাবে।

sandal

চন্দন-গোলাপজল

২ চা চামচ গুঁড়া চন্দনের সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে সেই মিশ্রণ ধীরে ধীরে দুই হাতে মালিশ করুন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। চন্দন ও গোলাপ জল ত্বক আর্দ্র রাখবে, ঠান্ডা অনুভূতি দেবে। ট্যান দূর করার পাশাপাশি এটি ত্বকে ঘামাচি বা র‌্যাশের সমস্যা থাকলে তা কমে যাবে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর