মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শরীরে কোন রোগ বাসা বেঁধেছে বুঝুন নখ দেখেই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

শরীরে কোন রোগ বাসা বেঁধেছে তার ইঙ্গিত দেয় নখ, বুঝবেন কীভাবে? 

অসুস্থতা জীবনের অংশ। মানুষের নানা রোগ প্রকাশ পায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এই যেমন চোখ দেখে অনেকসময় বোঝা যায় কারো জন্ডিস হয়েছে কিনা। ঠিক তেমন হাতের নখের মাধ্যমেও শরীরের ভালো-মন্দ বোঝা যায়। অনেকেই বলেন, নখ দেখে বোঝা যায় শরীরে কী রোগ বাসা বেঁধেছে। চিকিৎসকরাও এ বিষয়ে একমত। 

বিশেষজ্ঞরা বলছেন, নখ ফ্যাঁকাসে কিংবা ভঙ্গুর হয়ে যাওয়ার নেপথ্যে থাকতে পারে কোনো শারীরিক সমস্যাও। শরীরে কোন সমস্যা হলে কী লক্ষণ দেখা দেয় চলুন জেনে নিই-


বিজ্ঞাপন


nail2 

অল্পতেই নখ ভেঙে যাওয়া 

অল্পেই নখ ভেঙে যায়? সারাক্ষণ পানির কাজ করলে এমন সমস্যা দেখা দিতে পারে। তবে অপুষ্টিজনিত সমস্যার কারণেও এমন লক্ষণ প্রকাশ পায়। আবার শরীরে থাইরয়েড হরমোন বা আয়রনের ঘাটতি হলেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে।

চামড়া ওঠা 


বিজ্ঞাপন


নখ থেকে পাতলা চামড়ার মতো খোসা উঠছে? নখের ওপর কৃত্রিম কারুকাজ বা এক্সটেনশন করালে এমনটা হওয়া স্বাভাবিক। এছাড়া ক্ষারযুক্ত পানিতে দীর্ঘসময় হাত ডুবিয়ে রাখলেও নখের উপরের স্তর উঠতে শুরু করে। অনেক সময়, শরীরে আয়রনের ঘাটতি থাকলেও এই সমস্যা হয়। 

nail3

নখের অমসৃণতা 

অনেকসময় নখে হাত দিলেই বোঝা যায়, তা ঢেউখেলানো। নখে মসৃণতার অভাব রয়েছে। কারও কারও নখে লম্বালম্বি বা আড়াআড়ি দাগও থাকে। এমনটা হলে সতর্ক হোন। কিডনির সমস্যা থাকলে অনেকসময় এমন লক্ষণ প্রকাশ পায়। 

হলদেটে হয়ে যাওয়া 

হলুদের কাজ করলে নখ কিছুটা হলুদ হতেই পারে। এটি সাময়িক। কিন্তু বিনা কারণেই নখ হলুদ হলে তা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত প্রকাশ করে। নখে কোনোভাবে সংক্রমণ হলে কিংবা থাইরয়েড, ডায়াবেটিসের মাত্রায় হেরফের হলে এমন লক্ষণ প্রকাশ পায়।

nail4

কালচে নীল হওয়া 

নখে কোনোভাবে আঘাত লাগলে রক্ত জমাট বেঁধে যেতে পারে। সেক্ষেত্রে নখের রং কালচে নীল বা বাদামি হয়ে যেতে পারে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর