সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুলের জেল্লা ফেরাবে তুলসী তেল, বানাবেন যেভাবে 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

চুলের জেল্লা ফেরাবে তুলসী তেল, বানাবেন যেভাবে 

আবহাওয়ার বার বার পরিবর্তন, কর্মব্যস্ততার প্রভাব পড়ে ত্বকে। কেবল মুখের নয়, বেহাল দশা হয় চুলেরও। স্বাস্থ্যকর চুলের জন্য চাই উপযুক্ত তেল। বাজারে হরেকরকম তেল পাওয়া যায়। সবচেয়ে বেশি ব্যবহৃত নারকেল তেল। তবে কেবল এই তেল নয়, চুলের যত্নে ব্যবহার করতে পারেন তুলসী তেলও। বিশেষ এই তেল ব্যবহারে চুলের গোড়া হবে মজবুত, বন্ধ হবে ঝরে পড়া। চুলে ভেতর থেকে পুষ্টি যোগাবে এই তেল। 

আয়ুর্বেদে বিভিন্ন ভেষজ তেলের কথা বলা হয়েছে। এই যেমন- জবাফুলের তেল, তুলসী, নিম, জলপাই, কাঠবাদামের তেল, আরও কত কী! এরমধ্যে তুলসীর তেল রুক্ষ আর শুষ্ক চুলের জন্য খুবই উপকারী। এর পাতায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল উপাদান। মাথার ত্বকে ব্রণ, ফুসকুড়ি বা র‌্যাশ হলে তা দূর করতে পারে তুলসীর তেল। 


বিজ্ঞাপন


oil2

বাজার থেকে কেনা তেলে ভেজাল থাকতে পারে। মেশানো থাকতে পারে রাসায়নিক। তাই নিজেই ঘরে তুলসীর তেল বানিয়ে ফেলতে পারেন। কীভাবে তৈরি করবেন জেনে নিন- 

টাটকা তুলসী পাতা নিয়ে সেগুলোকে ভালো করে শুকিয়ে নিন। এমনভাবে শুকোতে হবে, যেন ভিজে ভাব না থাকে।

oil3


বিজ্ঞাপন


এবার একটি কাচের জারে তুলসী পাতাগুলো নিয়ে গুঁড়ো করে পিষে নিন। জারটির মধ্যে নারকেল তেল বা জলপাইয়ের তেল ভর্তি করুন। তুলসী পাতাগুলো এতে ভাসবে।

এই কাচের জারটি রোদে রেখে দিতে হবে ২ থেকে ৩ সপ্তাহ। এতে তুলসী পাতাগুলো পুরোপুরি তেলে মিশে যাবে। আর তখনই তুলসীর তেল তৈরি হবে। 

oil4

এই তেল রোজ নিয়ম করে চুলে ও মাথার ত্বকে মালিশ করতে হবে। তাহলেই চুলের বৃদ্ধি হবে। চুল উজ্জ্বল ও জেল্লাদার। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর