রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাতের ঘড়ি থাকুক যত্নে 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

হাতের ঘড়ি থাকুক যত্নে 

জীবনে সুখের সময় এলে অনেকেই বলে ওঠে, ‘আহা, সময়কে যদি বন্দি করে রাখা যেত’। বাস্তবে তা সম্ভব হয় না। সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তবে চাইলে হাতের কব্জিতে সময়কে বেঁধে রাখা যায়। বলছিলাম হাতঘড়ির কথা। 

সময় আর ফ্যাশন দুটোর দারুণ সমন্বয় হাতঘড়ি। অনেকেরই নানা ডিজাইনের, নানা মডেলের হাতঘড়ি কেনার শখ থাকে। উপহার হিসেবেও এটি দারুণ। হাতঘড়ি কেবল পরলেই হবে না, তার সঠিক যত্নও নেওয়া চাই। নয়তো ঘড়ির ডায়ালে আঁচড়ের দাগ পড়ে যায়, অথবা ব্যান্ড ছিঁড়ে যায়।


বিজ্ঞাপন


watch1

কীভাবে ঘড়ির যত্ন নেবেন? চলুন জেনে নিই কিছু দারুণ টিপস- 

ঘড়ির ডায়াল থেকে দাগ দূর 

অযত্নের কারণে ঘড়ির ডায়ালে আঁচড়ের দাগ পড়তে পারে। এটি দূর করার সহজ উপায় রয়েছে। সুতির কাপড়ে টুথপেস্ট লাগিয়ে দাগ পড়া জায়গায় আলতো করে ঘষুন। প্রতি দিন নিয়ম করে কাজটি করতে হবে। তবে বেশি জোরে ঘষবেন না। ধীরে ধীরে দাগ মিলিয়ে যাবে।


বিজ্ঞাপন


watch2

ঘড়ির ওপর থেকে হালকা দাগ ওঠাতে পাতলা কাপড় খুবই কাজে দেয়। স্ক্র্যাচের ওপর ধীরে ধীরে পাতলা কাপড় ঘষুন। এতে ঘড়ির নোংরা ময়লা আর দাগ দুই-ই চলে গিয়েছে।

স্টিলের ব্যান্ড পরিষ্কার 

স্টিল ব্যান্ড পরিষ্কার করা যায় না সহজে। এটি পরিষ্কার করতে প্রথমে ঘড়ির থেকে ব্যান্ডটি খুলে নিন। এরপর লিকুইড সোপ মেশানো পানিতে তা খানিকক্ষণ ডুবিয়ে রাখুন। ব্যান্ডের ময়লা দাগছোপ উঠে যাবে। কড়া দাগ তুলতে ব্রাশের সাহায্যে ব্যান্ডটি আলতো করে ঘষতে হবে।

watch3

চামড়ার ব্যান্ড পরিষ্কার 

চামড়ার ব্যান্ড থেকে ময়লা দাগ দূর করতে ভিনেগার ব্যবহার করতে পারেন। এক চামচ ভিনেগার পানিতে মিশিয়ে তাতে তুলো ভিজিয়ে ব্যান্ডটি ধীরে ধীরে মুছুন। সব দাগছোপ উঠে যাবে।

নির্দিষ্ট বাক্সে রাখুন 

হাতঘড়ি ভালো রাখতে চাইলে সবসময় বাক্সে রাখতে হবে। ব্যবহারের পরে ঘড়ি রাখার জন্য একটি নির্দিষ্ট বাক্স ব্যবহার করুন। যেখানে সেখানে ঘড়ি ফেলে রাখলে অথবা বাকি জিনিসপত্রের সঙ্গে মিশিয়ে রাখলে তাড়াতাড়ি এটি নষ্ট হয়ে যাবে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর