বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফ্যাশনের অনুষঙ্গ ওড়না

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৮ এএম

শেয়ার করুন:

ফ্যাশনের অনুষঙ্গ ওড়না
ভারতীয় উপমহাদেশে ওড়না পোশাকের একটি অপরিহার্য অঙ্গ। বহু শতাব্দী ধরেই নারীরা ওড়না পরেন। রক্ষণশীল সমাজে নারীরা শরীরের সামনের দিক ওড়না দিয়ে আবৃত করে না ভালো চোখে দেখা হয় না! অন্যদিকে ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে ওড়না। 

ভিন্ন ভিন্ন পোশাকের সঙ্গে আপনি ওড়নাও গায়ে রাখতে পারেন বিভিন্ন কায়দায়। 


বিজ্ঞাপন


১. ওড়না নেওয়ার সবচেয়ে পরিচিত ধরন হল দুই কাঁধের উপর দিয়ে বুকের উপর ঝুলিয়ে নেওয়া। এটি যথেষ্ট মার্জিত এবং সহজ উপায়। যে কোনও উৎসব অনুষ্ঠানেও এই ভাবে আপনি বহন করতে পারেন নিজের ওড়না। এই ধরনটি সুতি এবং লিনেনের ওড়নার জন্য যথাযথ।

fashion

২. নিজের সাজকে একটু অন্য মাত্রা দিতে আপনি এক কাঁধেও পিন দিয়ে আটকে নিতে পারেন নিজের ওড়না। ভাঁজ করে পুরোটা একবারে এক কাঁধে আটকে নিলে চেহারায় আসবে গাম্ভীর্য। আবার ওড়না সম্পূর্ণ ছেড়ে দিয়ে শুধু মাঝখানের অংশ কাঁধে আটকে নিলে আপনার উপস্থিতি অনেক বেশি প্রাণোচ্ছল বলে মনে হবে। 

৩. ওড়না দিয়ে বেঁধে নিতে পারেন মাথায় সুন্দর পাগড়ি। ইদানীং নতুন প্রজন্মের নারীদের মধ্যে এই সাজ ভীষণ ভাবে চোখে পড়ছে। রঙিন কোনও ওড়না দিয়ে মাথায় পাগড়ি বেঁধে রাখলে অন্য রকম সাজ তো হবেই, সঙ্গে চুলও রোজকার দূষণ থেকে রেহাই পাবে।


বিজ্ঞাপন


৪. দুইদিকে ওড়নার দুই প্রান্ত ভাল ভাবে গিট বেঁধে ব্যবহার করতে পারেন পাতলা শ্রাগের মতো করেও। জিন্স এবং টপের উপর কিংবা স্কার্টের সঙ্গে এ ভাবে ওড়না নিলে ভিড়ের মাঝখানেও আপনি আলাদা ভাবে চোখে পড়বেন নিশ্চিত।

fashion

৫. বসন্তেও শীতের শিরশিরে ভাব পুরোপুরি বিদায় নেয়নি। এই সময়ে নিজের সাজে ওড়নাকে একটু অন্য ভাবে সঙ্গী করতে পারেন আপনি। গলায় এক-দুইপাকে পেঁচিয়ে মাফলার পরার মতো করে ওড়না নিতে পারেন। দুইপ্রান্তে ঝুলিয়ে দিন সুন্দর লটকন। আপনার এই ব্যতিক্রমী সাজ অবশ্যই হবে নজরকাড়া।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর