রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

না তুলেও পাতলা হয়ে যাচ্ছে ভ্রু, এসব রোগে আক্রান্ত নন তো? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

না তুলেও পাতলা হয়ে যাচ্ছে ভ্রু, এসব রোগের আক্রান্ত নন তো? 

একেকজনের ভ্রু একেক রকম হয়ে থাকে। কারো ভ্রু হয় ধনুকের মতো, কেউবা আবার মোটা ঘন কালো ভ্রুর অধিকারী হন। মুখের সৌন্দর্য বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে ভ্রুর। অনেকে ভ্রু শেপে আনার জন্য পার্লারে গিয়ে ভ্রু প্লাক করিয়ে থাকেন। 

কিন্তু অনেকেরই ভ্রু প্লাক না করলেও ভ্রু ঝরতে থাকে। হঠাৎ করেই কি ভ্রু পাতলা হয়ে যাচ্ছে? হতে পারে এটি কোনো রোগের লক্ষণ। চলুন জেনে নিই বিস্তারিত- 


বিজ্ঞাপন


vru1

বিভিন্ন গবেষণা অনুযায়ী, শরীরের অভ্যন্তরীণ অসুস্থতা থেকে এমনটা হতে পারে। আবার হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলেও এমন সমস্যা হতে পারে। অনেকসময় এর পেছনে ত্বকের সংক্রমণও দায়ী থাকতে পারে। এছাড়া শরীরে কোনো জটিল রোগ বাসা বাঁধলেও রোম ঝরার পরিমাণ বাড়তে পারে। কোন কোন কারণে ভ্রু পাতলা হয়ে যেতে পারে? 

থাইরয়েডের সমস্যা 

শরীরে থাইরয়েডের সমস্যা হলে এমনটা হতে পারে। হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম— উভয় রোগের ক্ষেত্রেই রোগীর চুল ঝরতে শুরু করে। তবে এক্ষেত্রে যদি ভ্রুর ঘনত্ব কমতে শুরু করে তাহলে তা হাইপারথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে।


বিজ্ঞাপন


eye

অ্যালোপেসিয়া

যখন শরীরের প্রতিরোধ ক্ষমতা চুলের ফলিকলগুলো আক্রমণ করে তখন তাকে বলা হয় অ্যালোপেসিয়া অ্যারেটা। মাথার তালু ও মুখেই এই রোগের প্রভাব সবচেয়ে বেশি পড়ে। এ রোগে আক্রান্ত হলে মাথার তালুতে গোল গোল চাকতির মতো টাক হয়ে যায়। এমনকি, ঝরতে শুরু করে ভ্রুর রোমও। 

এক্সিমা ও পোরিওসিস

প্রদাহজনিত এই দুই রোগের কারণে হতে পারে চুলকানি, র‌্যাশ। লাল ছোপ সারা মুখে ছড়িয়ে পড়ে। শুধু তা-ই নয়, এই দুই রোগের কারণে ভ্রুর রোমও ঝরে যায়। 

eye1

তাই হঠাৎ করেই যদি ভ্রু পাতলা হতে শুরু করে তাহলে সচেতন হোন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর