বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

খুশকি দূর করতে নারকেল তেলের সঙ্গে মেশান এই উপাদানটি 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

খুশকি দূর করতে নারকেল তেলের সঙ্গে মেশান এই উপাদানটি 

চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার বেশ পুরনো। অনেকে রান্নায়ও এই উপাদানটি ব্যবহার করে। নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা চুলের কন্ডিশনারের মতো কাজ করে। এই তেল মাখলে মাথার ত্বকের আর্দ্রতাও বজায় থাকে। 

অ্যান্টি মাইক্রোবায়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদানে ভরপুর নারকেল তেল। বর্ষাকালে মাথায় ছত্রাকঘটিত সমস্যাও কম হয় এই তেলে বদৌলতে। তবে নারকেল তেলের সঙ্গে আরেকটি উপাদান মেশালে এর কার্যকারিতা বেড়ে যায় বহুগুণ। বলছিলাম কর্পূরের কথা। 


বিজ্ঞাপন


naptholin

পোকামাকড় দূর করা থেকে শুরু করে ত্বক ও রূপচর্চায় কর্পূরের গুরুত্ব অপরিসীম। এটি যেমন অ্যান্টিসেপটিক, তেমনি অ্যান্টিফাঙ্গাল হিসাবেও কাজ করে। প্রদাহজনিত সমস্যা দূর করতে উপাদানটি বেশ কার্যকরী। খুশকি ও ছত্রাকের সমস্যাও দূরে রাখে এই কর্পূর।

মাথার স্বাস্থ্য রক্ষাতেও বেশ কাজে আসে এই কর্পূর। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। নারকেল তেল আর কর্পূরের মিশ্রণে যে উপাদানটি তৈরি হয় তার গুরুত্ব কতটা?

naptholin1


বিজ্ঞাপন


খুশকি তাড়াতে কার্যকরী ভূমিকা রাখে নারকেল তেল আর কর্পূরের মিশ্রণ। তবে দুটো উপাদান একসঙ্গে মেশালেই চলবে না। এর জন্য মানতে হবে বিশেষ নিয়ম। তবেই মিলবে মুক্তি। 

কীভাবে নারকেল তেল-কর্পূর ব্যবহারে কমবে খুশকি?

আধা কাপ ঈষদুষ্ণ নারকেল তেলের মধ্যে মিশিয়ে নিন ১ গ্রাম কর্পূর। ভালো করে মেশাবেন যেন কর্পূর গোটা না থাকে। গোসল করার আগে এই মিশ্রণ মাথায় ভালো করে মেখে নিন। আধা ঘণ্টা অপেক্ষা করুন। এরপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

সপ্তাহে ২-৩ বার এই নিয়ম মেনে চলুন। এতেই খুশকি দূর হবে। 

এনএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর