রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোলাপ ছড়ানো পানিতে গোসল করলে মিলবে যে সুফল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

গোলাপ ছড়ানো পানিতে গোসল করলে মিলবে যে সুফল

সিনেমার দৃশ্যে হয়তো অনেকবারই গোলাপ ছড়ানো পানিতে নায়িকাকে গোসল করতে দেখেছেন। হয়তো নিজেরও এমনটা ইচ্ছে করেছে। চাইলে কিন্তু সত্যিই কাজটি করতে পারেন। গোলাপ ছড়ানো পানিতে গোসল করলে কেটে যাবে সারাদিনের ক্লান্তি। শরীর আর মন দুটোই হয়ে উঠবে তরতাজা। ঔজ্জ্বল্য আসবে ত্বকেও। 

গোলাপ জলে গোসলের নিয়ম
 
গোলাপের পাপড়ি শুকিয়ে পানিতে দিতে হবে। তবে গুরুত্বপূর্ণ হলো সেই পানির তাপমাত্রা। একদম ঠান্ডাও নয়, আবার খুব গরমও নয়। পানি হতে হবে ঈষদুষ্ণ। না হলে ত্বকের আর্দ্রতা কমে যাওয়ার ভয় থাকবে।


বিজ্ঞাপন


bath2

কেন হালকা গরম পানিতেই গোলাপ গোসল করতে হয়? 

গোলাপে কেবল সুগন্ধই নেই, রয়েছে নানা গুণও। হালকা গরম পানিতে পাপড়ির গন্ধ এবং এতে থাকা প্রাকৃতিক তেল যথাযথভাবে মিশে যেতে পারে। গরম জলে গোলাপের পাপড়ি ছড়িয়ে বেশ কিছুক্ষণ রেখে সেই পানিতে গোসল করতে হবে। বাথটাবে গোসল করলে অন্তত ২০ মিনিট সেই পানিতে গা-ভেজান। এতে ত্বকে গোলাপের নির্যাস ভালোভাবে প্রবেশ করবে। পাপড়িতে থাকা প্রাকৃতিক তেলের জেরে মুখ ও শরীরে ঔজ্জ্বল্য আসবে।

ত্বক চিকিৎসকদের মতে, গোলাপে থাকা প্রাকৃতিক তেল ত্বকের জন্য উপকারী। ত্বক মসৃণ রাখতে এবং ঔজ্জ্বল্য বৃদ্ধিতে সাহায্য করে এটি। তবে গোসলের পানিতে পাপড়ির পাশাপাশি কয়েক ফোঁটা ‘রোজ এসেনশিয়াল অয়েল’ মিশিয়ে নিতে পারেন। এতে গন্ধ ও কাজ দুটোই ভালো হবে। 


বিজ্ঞাপন


bath3

তবে যদি বাথটবে গা ভেজানোর আগে, খনিজ সমৃদ্ধ ইপসম সল্টের সঙ্গে কয়েক ফোঁটা রোজ এসেনসিয়াল অয়েল মিশিয়ে তা দিয়ে সারা শরীর এক্সেফোলিয়েট করে নেন তাহলে ত্বকের মৃত কোষ দূর হবে। চলে যাবে কালচে ভাবও। 

দুধ দিয়ে গোসল 

গোসলের অভিজ্ঞতা আরও সুন্দর করতে চাইলে বাথটাবে দু’কাপ কাঁচা দুধও মিশিয়ে নিতে পারেন। দুধের সঙ্গে গোলাপের পাপড়ি, এসেনশিয়াল অয়েল মেশালে এই অভিজ্ঞতা আরও সুন্দর হবে। এই নিয়মে গোসল করলে মন হবে ফুরফুরে, ক্লান্তি হবে দূর। 

bath4

বাথটব না থাকলেও এ গোসলের ভালোলাগা উপভোগ করা যায়। সেক্ষেত্রে ছোট গামলা বা বালতিতে ঈষদুষ্ণ পানি নিয়ে দুধ আর গোলাপের পাপড়ি মিশিয়ে নিতে হবে। সেই পানিতে দীর্ঘক্ষণ ধরে গোসল করলেও ত্বকের জেল্লা বৃদ্ধি পাবে।

তবে অনেকের কোনো কোনো এসেনশিয়াল অয়েলে অ্যালার্জি থাকতে পারে। তাই ব্যাবহারের আগে ‘প্যাচ টেস্ট’ করে নিন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর