শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের আগে হাতে মেহেদি লাগানো হয় কেন? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৪, ১১:৩২ এএম

শেয়ার করুন:

বিয়ের আগে হাতে মেহেদি লাগানো হয় কেন? 

সাধারণত প্রসাধন সামগ্রী হিসেবে মেহেদি বা হেনা ব্যবহার করা হয়। ঈদ কিংবা বিয়েতে মেহেদি রাঙানো হাত ছাড়া যেন আয়োজনই পূর্ণ হয় না। ইদানীং বাঙালি-অবাঙালি নির্বিশেষে প্রায় সবাই বিয়ের মতো শুভ অনুষ্ঠানে হাতে মেহেদি পরে থাকেন। 

কখনো কি ভেবেছেন বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে মেহেদি কেন এত গুরুত্বপূর্ণ? বিয়ের আগে মেহেদি পরা কি কেবল রীতি আর ফ্যাশন? নাকি এর আরও কোনো গুণ আছে? চলুন জেনে নিই বিস্তারিত- 


বিজ্ঞাপন


mehedi2

শরীর ঠান্ডা রাখে 

বিয়ে মানেই একাধিক নিয়মবিধি, আচার-অনুষ্ঠান। পাশাপাশি মাথায় থাকে নতুন জীবনে প্রবেশ করা নিয়ে অজানা উদ্বেগ। সবকিছু মিলিয়ে এসময় মানসিক চাপ বাড়ে। যা মাথা ব্যথা, মাথা ধরা, ক্লান্তির কারণ হয়। এদিকে মেহেদি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এটি অকারণ মানসিক চাপ, অবসাদ বা চিন্তার হাত থেকে মুক্তি দেয়।

সংক্রমণ রোধ করে 

অ্যান্টি সেপ্টিক ও অ্যান্টি ফাঙ্গাল হিসাবেও কাজ করে মেহেদি। বিয়ের আগে বধূর হাতে এই প্রলেপ লাগানো হয় যেন কোনোরকম ভাইরাল বা ব্যাকটেরিয়াঘটিত রোগ যেমন জ্বর, সর্দি, কাশিতে বধূ সংক্রমিত না হন।

mehedi3

ক্ষত সারায় 

বিয়ের বিভিন্ন রীতি-নীতি পালন করার সময় ছোট দুর্ঘটনা, যেমন কেটে যাওয়া বা ছড়ে যাওয়া ইত্যাদি হতেই পারে। মেহেদির প্রলেপ এসব কাটাছেঁড়াকে তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর