বিরক্তিকর একটি পতঙ্গ আরশোলা বা তেলাপোকা। বিশেষত গ্রীষ্ম আর বর্ষায় বেশিরভাগ বাড়িতে এর উপদ্রব দেখা দেয়। রান্নাঘরে তেলাপোকার উপস্থিতি অনেক রোগের জন্ম দিতে পারে। এসব থেকে মুক্তি পেতে অনেকে বিভিন্ন স্প্রে ও ট্যাবলেট ব্যবহার করেন। এগুলোর প্রভাবে তেলাপোকা কিছুদিনের জন্য কমলেও আবার দেখা দিতে শুরু করে।
বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই তেলাপোকা দূর করা সম্ভব। কী সেগুলো? চলুন জেনে নিই-
বিজ্ঞাপন

বেকিং সোডা ও চিনি
ঘর থেকে তেলাপোকা দূর করতে ভরসা রাখতে পারেন বেকিং সোডা আর চিনিতে। দুটো উপাদান একসঙ্গে মিশিয়ে ঘরের কোণায় রাখুন। এটি সঙ্গে সঙ্গে ঘর থেকে তেলাপোকা এবং অন্যান্য পোকামাকড় দূর করবে।
বোরিক অ্যাসিড
বিজ্ঞাপন
তেলাপোকা তাড়াতে ব্যবহার করতে পারেন বোরিক অ্যাসিড। যেসব জায়গায় তেলাপোকার উপদ্রব রয়েছে সেখানে বোরিক অ্যাসিড বা বোরিক পাউডার ছিটিয়ে রাখুন। এতে পোকামাকড় মরবে। তবে বোরিক অ্যাসিড একটি বিষাক্ত পদার্থ। এটি শিশুদের নাগালের বাইরে রাখুন।

লবণ ও পুদিনা পাতা
লবণ ও পুদিনা পাতা বা পুদিনা তেল পানিতে মিশিয়ে সিদ্ধ করুন। এবার এই পানি একটি স্প্রে বোতলে ভরে স্প্রে করুন। ঘরের সব তেলাপোকা পালাবে।
নিম তেল
তেলাপোকা দূর করতে নিমের তেল খুবই কার্যকরী একটি প্রতিকার। এর জন্য পানিতে নিমের তেল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এবার যেসব জায়গায় তেলাপোকা আছে সেসব জায়গায় এই মিশ্রণ স্প্রে করুন। প্রতিকার মিলবে।

তেজপাতা গুঁড়া
তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণায় রাখতে পারেন। কিংবা পানিতে তেজপাতা সিদ্ধ করে তেলাপোকার উপর স্প্রে করতে পারেন। এতেও উপকার পাওয়া যাবে।

