শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মা দিবসে মাকে নিয়ে স্ট্যাটাস

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৪, ০১:০০ পিএম

শেয়ার করুন:

মা দিবসে মাকে নিয়ে স্ট্যাটাস

প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী মা দিবস পালন করা হয়। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের দিন এটি। মা, ভালোবাসার এক ভান্ডার। তার আত্মত্যাগেই আমাদের জীবন হয় সুন্দর। 

মা দিবসে মা কে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে চান অনেকেই। বিশেষত যারা মা থেকে দূরে আছে তারা ফোনে, ম্যাসেজে কিংবা ফেসবুক পোস্টে মা কে শুভেচ্ছা জানান। কয়েকটি উষ্ণ শুভেচ্ছা বার্তা জেনে নিন যা আপনি জানাতে পারেন মাকে- 


বিজ্ঞাপন


mom2

মাকে নিয়ে স্ট্যাটাস ১: আমার প্রতিটা দিন সুন্দর, তুমি সঙ্গে আছো বলে। তুমি না থাকলে কিছুই সম্ভব হতো না মা। তোমার শিক্ষা, শাসন, ভালোবাসায় বড় হয়েছি আমি। তোমাকে জানাই শুভ মাতৃ দিবসের শুভেচ্ছা।

মাকে নিয়ে স্ট্যাটাস ২: আমার প্রত্যেক আনন্দ দুঃখ যে নিজের করে নিয়েছে, সেই মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা। 

mom3


বিজ্ঞাপন


মাকে নিয়ে স্ট্যাটাস ৩: তোমার কোলে মাথা রাখলে ভুলে যাই সব কষ্ট, এমনই থেকো মা। মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমায়। 

মাকে নিয়ে স্ট্যাটাস ৪: ভালোবাসি তোমায়, বলতে পারিনি কখনো। আজ বললাম। শুভ মাতৃ দিবসের শুভেচ্ছা মা। সুস্থ থেকো। আগলে রেখো এভাবেই।

mom4

মাকে নিয়ে স্ট্যাটাস ৫: মা জননী চোখের মনি, অসিম তোমার দান; খোদার পরে তোমার আসন আসমানের সমান; ত্রিভুবনে তোমার মতো হয় না কারো মান। ভালোবাসি মা। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর