মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ত্বকের রোদে পোড়া কালচে দাগ দূর করার ঘরোয়া উপায় 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

ত্বকের রোদে পোড়া কালচে দাগ দূর করার ঘরোয়া উপায় 

প্রচণ্ড গরমে সূর্যের প্রবল তাপ যখন সরাসরি মুখ, হাত ও পায়ের অংশ সরাসরি পড়ের তখন সেই অংশ কালচে হয়ে যায়। আর ত্বকের এই কালচেভাব কিছুতেই যেতে যায় না। নামীদামী প্রসাধনী ব্যবহার না করে এই ট্যান দূর করতে ঘরোয়া কিছু ফেসপ্যাক কাজে লাগাতে পারেন। 

কফি-মধুর স্ক্রাব 


বিজ্ঞাপন


ট্যান দূর করতে নিয়মিত স্ক্রাব করা জরুরি। । কফির সঙ্গে মধু মিশিয়ে স্ক্রাবার তৈরি করুন। এই মিশ্রণ সপ্তাহে দুইদিন ত্বকে ঘষুন। দূর হবে রোদে পোড়া দাগ। 

tomato
 
টমেটো-ময়দার প্যাক 

১টি টমেটো এবং কয়েক টুকরো শসা একসঙ্গে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে মেশান ৩ চা চামচ ময়দা, ২ চা চামচ দুধ এবং ১ চা চামচ লেবুর রস। রোদে পোড়া ত্বকে এই প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। 

চালের গুড়া-বেসনের প্যাক 


বিজ্ঞাপন


চালের গুঁড়ার সঙ্গে সামান্য হলুদ, বেসন আর মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ট্যান দূর করতে কার্যকরী ভূমিকা রাখে এই প্যাক। চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। 

pack

কমলার খোসা গুঁড়ো-চন্দনের প্যাক 

কমলার খোসা গুঁড়ো করে এর সঙ্গে চন্দন কাঠের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টের সঙ্গে যোগ করুন টমেটোর রস। ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। কালচেভাব দূর হবে। 

এছাড়াও ত্বক থেকে ট্যান দূর করতে আলু, অ্যালোভেরা জেলের মতো উপাদানগুলো ব্যবহার করতে পারেন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর